ক্রীড়া ডেস্ক
কদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে আম্পায়ার ১৬ জন এবং চারজন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই ১৬ আম্পায়ারের একজন। সর্বোচ্চ দুজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার এক জন করে আম্পায়ার আছেন টুর্নামেন্টে। চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।
মেজর ইভেন্টে জেসি এর আগেও আম্পায়ারিং করেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার। বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে শিরোপা নির্ধারণী সেই ফাইনালে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সালিমা ইমতিয়াজ। সালিমা এবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন। ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ২০২৩ সালে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ভারত। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। ফাইনালে সর্বসাকল্যে হয়েছিল ১৩৭ রান এবং পড়েছিল ১৩ উইকেট।
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আম্পায়ার
সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জননী (ভারত), আয়দান সিভার (আয়ারল্যান্ড), নিতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ রেফারি
ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কস্কার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
কদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে আম্পায়ার ১৬ জন এবং চারজন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই ১৬ আম্পায়ারের একজন। সর্বোচ্চ দুজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার এক জন করে আম্পায়ার আছেন টুর্নামেন্টে। চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।
মেজর ইভেন্টে জেসি এর আগেও আম্পায়ারিং করেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার। বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে শিরোপা নির্ধারণী সেই ফাইনালে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সালিমা ইমতিয়াজ। সালিমা এবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন। ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ২০২৩ সালে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ভারত। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। ফাইনালে সর্বসাকল্যে হয়েছিল ১৩৭ রান এবং পড়েছিল ১৩ উইকেট।
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আম্পায়ার
সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জননী (ভারত), আয়দান সিভার (আয়ারল্যান্ড), নিতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ রেফারি
ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কস্কার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
ফেব্রুয়ারি ও মার্চে হবে দুটি আইপিএল। এক বছরে দুই আইপিএলের কথা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো। ব্যাপারটি আসলে সেরকম নয়। আইপিএল দুটির একটি ছেলেদের। অপরটি মেয়েদের। দুটি টুর্নামেন্টের দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগেএবারের বিপিএলে হারের হ্যাটট্রিক এরই মধ্যে করে ফেলেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির সামনে এবার জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্স-চিটাগং কিংসের ম্যাচ। সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে...
৩ ঘণ্টা আগেবার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সবশেষ তিন স্প্যানিশ সুপার কাপে এভাবেই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ সুপার কাপে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে এভাবেই চলছে প্রতিশোধের খেলা। যেখানে গত রাতে বার্সার কাছে রিয়াল রীতিমতো বিধ্বস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে প্যাট কামিন্সের খেলা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। কারণ, ভারত সিরিজে গোড়ালির যে চোটে পড়েছিলেন, সেই চোট কতটা গুরুতর এবং সেখান থেকে সেরে উঠতে কতটা সময় লাগবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কা কেটে গেল।
৪ ঘণ্টা আগে