ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে প্যাট কামিন্সের খেলা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। কারণ, ভারত সিরিজে গোড়ালির যে চোটে পড়েছিলেন, সেই চোট কতটা গুরুতর এবং সেখান থেকে সেরে উঠতে কতটা সময় লাগবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কা কেটে গেল। আইসিসির ইভেন্টটিতে কামিন্সই নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। টুর্নামেন্টে থাকছেন দুই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ। টপ অর্ডারে ট্রাভিস হেড, স্টিভ স্মিথের সঙ্গে থাকছেন তরুণ ওপেনার ম্যাথু শর্ট। মিচেল মার্শ গত কয়েক বছর টপ অর্ডারে খেললেও টুর্নামেন্টে তাঁকে মিডল অর্ডারে খেলতে হতে পারে। ব্যাটিং লাইনআপে থাকছেন আরেক তারকা মারনাস লাবুশেন। শেষের দিকে ঝড় তোলার জন্য গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে আছেন অ্যারন হার্ডি। ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাক্সওয়েলের স্পিন ও হার্ডির পেস কার্যকরী হতে পারে।
মার্শ পেস বোলিং অলরাউন্ডার হলেও গত কয়েক বছরে ব্যাটিংয়েই জোর দিচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে আছেন আরেক অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। বোলিং আক্রমণে পেসারদের সংখ্যাই বেশি। অধিনায়ক কামিন্সের সঙ্গে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। আইসিসির ইভেন্টটিতে অজিদের একমাত্র স্বীকৃত স্পিনার অ্যাডাম জাম্পা। শর্ট, হার্ডি এবারই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছেন।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে অজিরা। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি প্রোটিয়া ও আফগানদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে অজিরা খেলবে লাহোরে। আফগানদের জন্য এবারই প্রথম কোনো চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ২০০৬ ও ২০০৯ সালে।
চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
চ্যাম্পিয়নস ট্রফিতে প্যাট কামিন্সের খেলা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। কারণ, ভারত সিরিজে গোড়ালির যে চোটে পড়েছিলেন, সেই চোট কতটা গুরুতর এবং সেখান থেকে সেরে উঠতে কতটা সময় লাগবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কা কেটে গেল। আইসিসির ইভেন্টটিতে কামিন্সই নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। টুর্নামেন্টে থাকছেন দুই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ। টপ অর্ডারে ট্রাভিস হেড, স্টিভ স্মিথের সঙ্গে থাকছেন তরুণ ওপেনার ম্যাথু শর্ট। মিচেল মার্শ গত কয়েক বছর টপ অর্ডারে খেললেও টুর্নামেন্টে তাঁকে মিডল অর্ডারে খেলতে হতে পারে। ব্যাটিং লাইনআপে থাকছেন আরেক তারকা মারনাস লাবুশেন। শেষের দিকে ঝড় তোলার জন্য গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে আছেন অ্যারন হার্ডি। ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাক্সওয়েলের স্পিন ও হার্ডির পেস কার্যকরী হতে পারে।
মার্শ পেস বোলিং অলরাউন্ডার হলেও গত কয়েক বছরে ব্যাটিংয়েই জোর দিচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে আছেন আরেক অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। বোলিং আক্রমণে পেসারদের সংখ্যাই বেশি। অধিনায়ক কামিন্সের সঙ্গে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। আইসিসির ইভেন্টটিতে অজিদের একমাত্র স্বীকৃত স্পিনার অ্যাডাম জাম্পা। শর্ট, হার্ডি এবারই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছেন।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে অজিরা। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি প্রোটিয়া ও আফগানদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে অজিরা খেলবে লাহোরে। আফগানদের জন্য এবারই প্রথম কোনো চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ২০০৬ ও ২০০৯ সালে।
চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
ফেব্রুয়ারি ও মার্চে হবে দুটি আইপিএল। এক বছরে দুই আইপিএলের কথা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো। ব্যাপারটি আসলে সেরকম নয়। আইপিএল দুটির একটি ছেলেদের। অপরটি মেয়েদের। দুটি টুর্নামেন্টের দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগেএবারের বিপিএলে হারের হ্যাটট্রিক এরই মধ্যে করে ফেলেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির সামনে এবার জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্স-চিটাগং কিংসের ম্যাচ। সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে...
৩ ঘণ্টা আগেকদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়।
৩ ঘণ্টা আগেবার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সবশেষ তিন স্প্যানিশ সুপার কাপে এভাবেই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ সুপার কাপে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে এভাবেই চলছে প্রতিশোধের খেলা। যেখানে গত রাতে বার্সার কাছে রিয়াল রীতিমতো বিধ্বস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে