নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীকাল ১৮ নভেম্বর তাঁর ৪০ তম জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। কিন্তু মুক্তির ঠিক আগে আগে নয়নতারা এ তথ্যচিত্র নিয়ে অন্যতম জনপ্রিয় তারকা ও প্রযোজক ধানুশের সঙ্গে জড়িয়ে পড়েছেন দ
পুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
তামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন টক্সিক সিনেমার নির্মাতারা। সিনেমার সেট তৈরির জন্য শতাধিক গাছ কাটার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ।
তামিল অভিনেতা কমল হাসান ‘উলগানায়াগান’ বা ‘লিডার অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বনেতা–এর মতো খেতাবে সম্বোধিত হতে চান না। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন অভিনেতা। তাঁর এক্স অ্যাকাউন্টের দীর্ঘ এক পোস্টে ইংরেজি ও তামিল ভাষায় এর কারণও ব্যাখ্যা করেছেন।
উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।
পুষ্পা দক্ষিণি সিনেমা হলেও এরসঙ্গে জড়িয়ে গেছে বাংলার নাম। প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু।
নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
সামনে আসে নাগার সঙ্গে শোভিতা ধুলিপালার প্রেমের বিষয়টি। সম্প্রতি এই জুটি বাগদানও সেরে ফেলেছেন। কিছুদিন আগেই প্রাক্বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাঁদের বিয়ের প্রস্তুতির মধ্যে আবারও আলোচনায় প্রাক্তন স্ত্রী সামান্থা।
সম্প্রতি অনলাইনে ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ওভিয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিনেত্রী জানিয়েছে, এটি ডিপফেক ভিডিও।
বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০
মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?
দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ। তিনি শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও তাঁকে পাওয়া যায় সব সময়। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম অভিনেতা। তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ ড্যান্সারের পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন। খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোরিওগ্রাফার জানি মাস্টার।
বক্স অফিসে চলছে ‘কল্কি’ঝড়, মুক্তির প্রথম তিন দিনেই ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করল প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ ইনস্টাগ্রামে জানায় যে, তিন দিনেই সিনেমাটির গ্রস বক্স অফিস সংগ্রহ ৪১৫ কোটি রুপি।
আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল। কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে একটি মালয়ালাম সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। আর এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে তারা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছেন।