চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ–৩৫–এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনের উপকূলীয় শহর জুহাইয়ের একটি স্টেডিয়ামে অনুশীলনরত মানুষদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছেন এক চালক। এতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪৩ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি তৈরির পরিকল্পনা করছে চীন। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ করল দেশটি। রণতরি তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।
ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। নগদ অর্থ, বাড়তি ছুটিসহ নানা প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু এরপরও চীনা তরুণদের মধ্যে বিয়েতে অনীহা বাড়ছেই। চলতি বছরের প্রথম নয় মাসে বিয়ে নিবন্ধন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘ভাষা’ বদলাতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিয়েছিলেন। গত বছরের নভেম্বরে যখন সি-বাইডেন তাইওয়ান ইস্যুতে আলোচনা করেছিলেন তখন এই চাপ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে
সন্তান লালন-পালন ও সন্তান জন্মদানের বিষয়ে দম্পতিদের মনোভাব কী, তারা কেন ভয় পান এসব বিষয়ে—তা জানতে একটি জরিপ পরিচালনা করবে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এই জরিপ পরিচালনা করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ
চীন জানিয়েছে, তারা প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা বেজে ৪৪ মিনিটের দিকে এই পরীক্ষা চালায় চীনের সশস্ত্রবাহিনী। প্রশান্ত মহাসাগরের একটি অংশে এই পরীক্ষা চালানো হয়
তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বুধবার বেইজিং চীনের অভ্যন্তরে এসব কোম্পানির যত সম্পদ আছে সেগুলো জব্দ করার ঘোষণা দিয়েছে। মূলত তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সংবেদনশীল ‘ফিশটেইল’ বা ভারতের ভেতরে ঢুকে যাওয়া একটি অঞ্চলের কাছে একটি নতুন হেলিপোর্ট নির্মাণ করছে চীন। উভয় দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটি তৈরি করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে খুব সহজেই সেখান থেকে সামরিক কর্মকাণ্ড পরিচালনায় সক্ষম হবে চ
চীনে একদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে অন্যদিকে পেনশনের বাজেটে টান পড়েছে। এ অবস্থায় ১৯৫০-এর দশকের পর এই প্রথমবারের মতো নাগরিকদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর নীতি গ্রহণ করেছে দেশটি।
আফ্রিকার দেশগুলোতে অন্তত ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে চীন। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে ফোরাম অন চায়না-আফ্রিকা কো-অপারেশনের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-
তারিখটা ১৯৭৬ সালের ২৮ জুলাই। তখনো ভোর হয়নি। ঘড়ির কাঁটায় ৩টা ৪২ মিনিট। চীনের খনি ও শিল্প শহর তাংশানের বেশির ভাগ বাসিন্দা তখন গভীর ঘুমে অচেতন। এ সময়ই ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানল শহরটির ওপর। ঘুমিয়ে থাকা মানুষগুলো বাঁচার চেষ্টা করার পর্যন্ত সুযোগ পেল না। সরকারি হিসেবেই তাংশান ও এর আশপাশের এলাকার ২ লাখ ৪
দ্বীপ দেশ তাইওয়ানকে ঘিরে বিগত ২৪ ঘণ্টায় অন্তত ৬৬টি যুদ্ধবিমান টহল দিয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। অরবান তাঁর এই সফরকে ‘শান্তিরক্ষা মিশন’ বলে অভিহিত করেছেন। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পু
এটি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চীনে পঞ্চম সফর এবং চলতি বছরের শুরুতে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম সফর। তাঁর এই সফর চীনা ও বাংলাদেশি নেতাদের মধ্যে ঘন ঘন উচ্চপর্যায়ের মতবিনিময়ের ইঙ্গিত দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে উভয় পক্ষের গুরুত্ব তুলে ধরে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় চীন ও ভার
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহেকে ‘গুরুতর শৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগে বহিষ্কার করেছে চীনের কমিউনিস্ট পার্টি। দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।