ছেলেদের ও মেয়েদের আইপিএলের দিনক্ষণ জানাল ভারতীয় বোর্ড

 ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪: ১৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪: ২৫
Thumbnail image
২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: ক্রিকইনফো

ফেব্রুয়ারি ও মার্চে হবে দুটি আইপিএল। এক বছরে দুই আইপিএলের কথা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো। ব্যাপারটি আসলে সেরকম নয়। আইপিএল দুটির একটি ছেলেদের। অপরটি মেয়েদের। দুটি টুর্নামেন্টের দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হবে ৭ ফেব্রুয়ারি। মেয়েদের আইপিএর নামে পরিচিত এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ। অন্যদিকে ছেলেদের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। সেটা এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে ২১ মার্চ। ২৫ মে হবে ফাইনাল। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল দুটিই হবে কলকাতার ইডেন গার্ডেনসে। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় গত রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়া আইপিএলে এক রকম রীতি হয়ে গেছে। এবারও তেমনটাই হচ্ছে। কলকাতা যেহেতু ২০২৪ আইপিএল জিতেছে, সেকারণে এবার ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, ফাইনালের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ৯ মার্চ হবে ফাইনাল। সূচি অনুযায়ী ভারত উঠলে ফাইনাল হবে দুবাইয়ে। তা না হলে লাহোরেই হবে শিরোপানির্ধারণী ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আইপিএল শুরু হলে তাড়াহুড়ো করা হতো বলে মনে করছে আইপিএল পরিচালনা পরিষদ। এ কারণেই টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। গত তিন বছরের মতো এবারের আইপিএলেও ৭৪ ম্যাচ হবে। এ মাসের শেষে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে।

মেয়েদের আইপিএল বলে পরিচিত ডব্লুপিএলে এবার সংক্ষিপ্ত তালিকায় আছে চার ভেন্যু।মুম্বাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বরোদা-এই চার ভেন্যুতে হতে পারে ২০২৫ ডব্লুপিএল। এই নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে ডব্লুপিএল। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমেই রানার্সআপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত