নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা-হাতাহাতির পর আজ রোববার পৃথক কর্মসূচি পালন করেছে তারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে কেন্দ্রীয় সহসমন্বয়ক তালাত মাহমুদ রাফির অনুসারীরা সংবাদ সম্মেলন করেন। এরপর বিকেলে একই জায়গায় অপর সমন্বয়ক রাসেল আহমেদ অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দেন উভয় পক্ষের নেতারা।
সংবাদ সম্মেলনে নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা অভিযোগ করে বলেন, ‘গতকাল ওয়াসায় আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুউদ উপস্থিতিতে একটি অভ্যন্তরীণ ঘটনা ঘটে। ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন দেখি—তানভীর শরীফ, ওমর ফারুক, আরিফ মহিউদ্দিন, রাসেল, শরীফ, নিজাম সিদ্দিকীসহ কয়েকজনের নেতৃত্বে কিছু টোকাই শ্রেণির লোকজন হাতে লাঠিসোঁটা, কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
‘ওরা আমাদের দিকে দৌড়ে আসে। তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা সরে যায়। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
‘এরপর আমাকে ছাত্রলীগ, ডট গ্যাং নারী সদস্য বলে ট্যাগ দিয়ে স্লোগান দেয়। তারপর আমাকে সোশ্যাল মিডিয়াতেও হেনস্তা করে। ইনবক্সে আমাকে বাজে বাজে ম্যাসেজ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘এই হামলায় যারাই জড়িত থাকবে—সেটা সমন্বয়ক কিংবা ছাত্রদল যারাই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’
বিকেলে মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ করে অপর পক্ষ। এতে বক্তব্য দেন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ গতকাল এমন হামলা চালিয়েছে। তাঁরা ডট গ্যাংকে ছাত্রলীগের কিশোর গ্রুপ দাবি করে গ্রেপ্তারের দাবি জানান।
ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাঁদের এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া নারী সমন্বয়কের অভিযোগ করে বলেন, ডট গ্যাং দিয়ে নারীদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পরে ওয়াসা মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে সমন্বয়কেরা আলোচনায় বসলে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি হামলার জন্য সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের অনুসারীদের দায়ী করেন।
সংবাদ সম্মেলন চলাকালে লোকজন নিয়ে উপস্থিত হন তালাত মাহমুদ রাফির অনুসারীরা। পরে রাফি বক্তব্য দিতে চাইলে রাসেলের অনুসারীরা তাঁকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর চট্টগ্রামে সমন্বয়কদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ প্রকাশ্যে আসে।
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা-হাতাহাতির পর আজ রোববার পৃথক কর্মসূচি পালন করেছে তারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে কেন্দ্রীয় সহসমন্বয়ক তালাত মাহমুদ রাফির অনুসারীরা সংবাদ সম্মেলন করেন। এরপর বিকেলে একই জায়গায় অপর সমন্বয়ক রাসেল আহমেদ অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় একে-অপরকে দোষারোপ করে বক্তব্য দেন উভয় পক্ষের নেতারা।
সংবাদ সম্মেলনে নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা অভিযোগ করে বলেন, ‘গতকাল ওয়াসায় আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুউদ উপস্থিতিতে একটি অভ্যন্তরীণ ঘটনা ঘটে। ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন দেখি—তানভীর শরীফ, ওমর ফারুক, আরিফ মহিউদ্দিন, রাসেল, শরীফ, নিজাম সিদ্দিকীসহ কয়েকজনের নেতৃত্বে কিছু টোকাই শ্রেণির লোকজন হাতে লাঠিসোঁটা, কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
‘ওরা আমাদের দিকে দৌড়ে আসে। তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা সরে যায়। আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
‘এরপর আমাকে ছাত্রলীগ, ডট গ্যাং নারী সদস্য বলে ট্যাগ দিয়ে স্লোগান দেয়। তারপর আমাকে সোশ্যাল মিডিয়াতেও হেনস্তা করে। ইনবক্সে আমাকে বাজে বাজে ম্যাসেজ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘এই হামলায় যারাই জড়িত থাকবে—সেটা সমন্বয়ক কিংবা ছাত্রদল যারাই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’
বিকেলে মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ করে অপর পক্ষ। এতে বক্তব্য দেন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ গতকাল এমন হামলা চালিয়েছে। তাঁরা ডট গ্যাংকে ছাত্রলীগের কিশোর গ্রুপ দাবি করে গ্রেপ্তারের দাবি জানান।
ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাঁদের এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া নারী সমন্বয়কের অভিযোগ করে বলেন, ডট গ্যাং দিয়ে নারীদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পরে ওয়াসা মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে সমন্বয়কেরা আলোচনায় বসলে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার জেরে রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি হামলার জন্য সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের অনুসারীদের দায়ী করেন।
সংবাদ সম্মেলন চলাকালে লোকজন নিয়ে উপস্থিত হন তালাত মাহমুদ রাফির অনুসারীরা। পরে রাফি বক্তব্য দিতে চাইলে রাসেলের অনুসারীরা তাঁকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর চট্টগ্রামে সমন্বয়কদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ প্রকাশ্যে আসে।
সিরাজগঞ্জে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক জিপি রেজাউল করীম রাখালকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক বিল্লাল হোসাইন এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
৭ মিনিট আগেযশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে এ মিছিল বের করেন তাঁরা।
১২ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ায় বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নরেন্দ্রনাথ হালদার (৫৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তাঁর স্ত্রী রিনা মণ্ডল আহত হন।
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দৌলতপুর ইউনিয়নবাসী এই স্মারকলিপি দেয়।
২৫ মিনিট আগে