দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। শব্দ-সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান। সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে
রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সংগীতশিল্পী বেবী নাজনীনের। পরবর্তী সময়ে তিনি থিতু হন যুক্তরাষ্ট্রে। অবশেষে দীর্ঘ আট বছর পর গতকাল দেশে ফিরেছেন বেবী নাজনীন। দেশে ফিরে তিনি বলেন, ‘শিল্পীরা সব সময় দলমতের ঊর্ধ্বে, তাঁদের কখনোই কোনো বাধানিষেধের মধ্যে রা
নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
লালন শাহর একের পর জনপ্রিয় আর হৃদয়স্পর্শী গান উপভোগ করলেন হাজারো ভক্ত-অনুরাগী। সন্ধ্যায় এ গানের আসর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনের গান।
আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি।
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন ম
প্রাণিদের রাজ্য জুটোপিয়ায় আবার ফিরছেন শাকিরা। অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র প্রথম পর্বে ছিলেন তিনি। উঠতি পপস্টার থমসনস গেজেল চরিত্রে কণ্ঠ দেন শাকিরা। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভার্সনেও এ চরিত্রে ছিল তাঁর কণ্ঠ। এ সিনেমার জন্য ‘ট্রাই এভরিথিং’ নামে একটি গানও তৈরি করেন শাকিরা।
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। অবশেষে আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ১০ নভেম্বর সকালে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি।
যেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে।
তিন দশক ধরে সংগীতাঙ্গনে বিচরণ বাপ্পা মজুমদারের। একক, দ্বৈত, মিশ্র অ্যালবামের পাশাপাশি ব্যান্ড দলছুট এবং সিনেমায় গাওয়া ও সুর করা জনপ্রিয় অনেক গান আছে তাঁর ঝুলিতে। এবার বাপ্পা হাজির হচ্ছেন গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে। নতুন এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘অনুভব’। এতে থাকবে মোট ৮টি গান। সব গান লিখবেন সৈয়দ
একসঙ্গে এক মঞ্চে গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও তাঁর স্বামী গায়ক, সুরকার, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। ৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে আয়োজন করা হয়েছে এই সংগীতসন্ধ্যা।
মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু হিন্দি গানের কাভার করেছেন অবন্তী সিঁথি। এবার তিনি নিয়ে এলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আর জয়।
গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়নের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অসুস্থ হয়ে বিশ্রামে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছয় মাস থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। গত মাসে শারীরিকভাবে অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে, সেই সঙ্গে মাইল্ড স্ট্রোক হয়ে ব্রেনের ডান পাশে রক্ত জমাট বেঁধেছে তাঁর।
এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।