নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেমিট্যান্স দেশে আনতে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে কেনা ডলারের দাম এতদিন ছিল ১২০ টাকা। সেখান থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত আজ রোববার থেকে কার্যকর করা হয়েছে। আর নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবে প্রকাশ করা হয়েছে। অথচ গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করা হয় ১২০ টাকা। আর গত ৮ মে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারে দাম এক দিনে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। সামনে দাম আরও বাড়বে। চাপ বাড়বে সাধারণ মানুষের। আর মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে সাধারণ মানুষ আরও নাকাল হয়ে পড়বে।
এদিকে খোলাবাজারে প্রতি ডলার ১২৪-১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোয় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা করে। ঢাকার বিমানবন্দরসহ কিছু এলাকায়ও প্রতি ডলার ১২৬-১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি ডলারের রেট বেড়েছে। সে জন্য রেট বাজারমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় বাজারের দিকে খেয়াল রেখেই নতুন রেট নির্ধারণ করা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা রয়েছে। সম্প্রতি ডলারে স্বস্তিও ফিরেছে। আর দ্রব্যমূল্যের প্রভাব এখন বিষয় নয়।
রেমিট্যান্স দেশে আনতে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে কেনা ডলারের দাম এতদিন ছিল ১২০ টাকা। সেখান থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত আজ রোববার থেকে কার্যকর করা হয়েছে। আর নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবে প্রকাশ করা হয়েছে। অথচ গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করা হয় ১২০ টাকা। আর গত ৮ মে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারে দাম এক দিনে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। সামনে দাম আরও বাড়বে। চাপ বাড়বে সাধারণ মানুষের। আর মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে সাধারণ মানুষ আরও নাকাল হয়ে পড়বে।
এদিকে খোলাবাজারে প্রতি ডলার ১২৪-১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোয় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা করে। ঢাকার বিমানবন্দরসহ কিছু এলাকায়ও প্রতি ডলার ১২৬-১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি ডলারের রেট বেড়েছে। সে জন্য রেট বাজারমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় বাজারের দিকে খেয়াল রেখেই নতুন রেট নির্ধারণ করা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা রয়েছে। সম্প্রতি ডলারে স্বস্তিও ফিরেছে। আর দ্রব্যমূল্যের প্রভাব এখন বিষয় নয়।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম’ শীর্ষক সভায়
২ ঘণ্টা আগেখাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দাবি করেছেন, কিছু পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও মানুষের তেমন অসুবিধা হবে না। রাজস্ব সংগ্রহের প্রয়োজনীয়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চালের বাজার স্থিতিশীল রাখতে বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা হয়েছে এবং ওএমএস...
৬ ঘণ্টা আগেরাশিয়ার তেল শিল্পের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নতুন নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে আরও বেশি জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। এর ফলে তেলের দাম এবং পরিবহন ব্যয় বাড়াবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা
৯ ঘণ্টা আগেএকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পুরানা পল্টনের বাসিন্দা আলিমুজ্জামান গতকাল রোববার বের হয়েছিলেন বারডেম হাসপাতালে একজন পরিচিত রোগীকে দেখতে। পথে সেগুনবাগিচা বাজারে থামেন রোগীর জন্য ফল কিনতে। আপেলের দাম জিজ্ঞেস করেই থমকে গেলেন। গত বৃহস্পতিবার এই একই বাজার বাড়তি শুল্ক-ভ্যাটের উত্তাপে বাজার গরম
১৮ ঘণ্টা আগে