অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দিয়েছে।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আজ সোমবার (২৬ নভেম্বর) বিজেপি বিধানসভা সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
এক এক্স (সাবেক টুইটার) পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকার ডিবি শাখা অপহরণ করেছে। তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের টিকে থাকার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।
তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এই শাসনযন্ত্র যেকোনো ধরনের ‘কথিত হুমকি’ ঠেকাতে চরম পদক্ষেপ নিতে পারে।
অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল চিন্ময়ের কোনো ক্ষতি হলে বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘১৯৪১ সালে ভারতের স্বাধীনতার আগে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল ২৮ শতাংশ, যা এখন ৭ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। চিন্ময় বাংলাদেশের হিন্দুদের টিকে থাকার লড়াইয়ের মুখপাত্র। যদি তাঁর কিছু হয়, হিন্দুরা চুপ করে বসে থাকবে না। আমরা প্রতিবাদ করব।’
এর আগে, গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দিয়েছে।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আজ সোমবার (২৬ নভেম্বর) বিজেপি বিধানসভা সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
এক এক্স (সাবেক টুইটার) পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকার ডিবি শাখা অপহরণ করেছে। তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের টিকে থাকার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।
তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এই শাসনযন্ত্র যেকোনো ধরনের ‘কথিত হুমকি’ ঠেকাতে চরম পদক্ষেপ নিতে পারে।
অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল চিন্ময়ের কোনো ক্ষতি হলে বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘১৯৪১ সালে ভারতের স্বাধীনতার আগে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল ২৮ শতাংশ, যা এখন ৭ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। চিন্ময় বাংলাদেশের হিন্দুদের টিকে থাকার লড়াইয়ের মুখপাত্র। যদি তাঁর কিছু হয়, হিন্দুরা চুপ করে বসে থাকবে না। আমরা প্রতিবাদ করব।’
এর আগে, গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।
ভারতের সংবিধান দিবসের (২৬ নভেম্বর) অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আচরণের সমালোচনা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, রাহুল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন না জানিয়ে অসম্মান করেছেন ও জাতীয় সংগীত চলাকালীন অমনোযোগী ছিলেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগেবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, জন আলফ্রেড টিনিসউড সোমবার ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকার একটি কেয়ার হোমে মারা যান। ওই এলাকাটিতেই তিনি বসবাস করতেন।
৪১ মিনিট আগেগত গ্রীষ্মেই ভাইরাল হয়েছিল ‘ডিমিউর’ শব্দটি। এবার এই শব্দকেই ২০২৪ সালের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে ডিকশনারি ডটকম। শব্দটি ব্রেনরট, ব্র্যাট এবং উইয়ার্ড-এর মতো কয়েকটি শব্দকে পেছনে ফেলে এবার সেরা শব্দ নির্বাচিত হয়েছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের একটা অংশ ইসলামাবাদের পার্লামেন্ট এলাকা ডি-চকে পৌঁছে গেছে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে ওঠে এবং ইমরান খানের সমর্থকদের ওপর মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। সরকার ও ইমরান খানের দলের
৫ ঘণ্টা আগে