অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, জন আলফ্রেড টিনিসউড সোমবার ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকার একটি কেয়ার হোমে মারা যান। ওই এলাকাটিতেই তিনি বসবাস করতেন।
জানা গেছে, লিভারপুল ফুটবল ক্লাবের ভক্ত ছিলেন জন আলফ্রেড টিনিসউড। চলতি বছরের এপ্রিল মাসেই বেঁচে থাকাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে পরিচিত হন তিনি। মূলত সে সময় ১১৪ বছর বয়সী হুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যু হওয়ার পর আলফ্রেডই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ।
পরিবার জানিয়েছে, আলফ্রেডের শেষ দিনটি ছিল সংগীত ও ভালোবাসায় পরিপূর্ণ। যে বছর টাইটানিক ডুবেছিল, অর্থাৎ ১৯১২ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি পেয়েছিলেন। এরপর ২০২৪ সালের এপ্রিল মাসে গিনেস বুক অব রেকর্ডস তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়।
আলফ্রেড ১৯৮৬ সালে স্ত্রী ব্লডওয়েনকে হারিয়েছিলেন। এই দম্পতি রেখে গেছেন তাঁদের একমাত্র কন্যা সুসান এবং নাতি-নাতনি আন্নৌচকা, মারিসা, টোবি ও রুপর্টকে। আছে প্রপৌত্র তাবিথা, কলাম এবং নিএভও।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—আলফ্রেডের মধ্যে অনেক ভালো গুণ ছিল। তিনি বুদ্ধিমান, সিদ্ধান্ত প্রণেতা, সাহসী, যে কোনো সংকটের সময় শান্ত, গাণিতিক প্রতিভাসম্পন্ন এবং একজন অসাধারণ আলাপী মানুষ ছিলেন।
এসব গুণই তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল আর্মিতে তাঁর সামরিক সেবায় অবদান রেখেছিল। সেখানে হিসাবরক্ষক ও অডিটিংয়ের পাশাপাশি তিনি লজিস্টিক কাজ যেমন—ভ্রমণরত সৈন্যদের খুঁজে বের করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করতেন।
আলফ্রেড তাঁর স্ত্রী ব্লডওয়েনের সঙ্গে লিভারপুলে একটি ড্যান্স পার্টিতে পরিচিত হয়েছিলেন। ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। ১৯৮৬ সালে ব্লডওয়েনের মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা ৪৪ বছর একসঙ্গে ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল মেইলে কাজ শুরু করেন আলফ্রেড। পরে শেল ও বিপি কোম্পানিতেও অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন। অবসরে গিয়েছিলেন ১৯৭২ সালে। পরিবার জানিয়েছে, তিনি একটি ‘সক্রিয় অবসরকালীন জীবন’ কাটিয়েছিলেন। ব্লান্ডেলস্যান্ডস ইউনাইটেড রিফর্ম চার্চে সমাজসেবক হিসেবে স্বেচ্ছাসেবী ছিলেন। সেখানে তিনি একজন যাজক হিসেবেও কথা বলতেন।
অতীতে একবার বিবিসিকে আলফ্রেড জানিয়েছিলেন, যুবক বয়সে তিনি বেশ সক্রিয় ছিলেন এবং খুব বেশি হাঁটতেন। তবে তিনি জানতেন না কেন তাঁর আয়ু এত দীর্ঘ হয়েছে। তিনি বলেছিলেন, ‘আপনি হয় দীর্ঘ সময় বাঁচবেন, নয়তো কম সময়—এতে আপনার কোনো হাত নেই।’
তাঁর প্রিয় লিভারপুল ফুটবল ক্লাব তাঁর জন্মের ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ক্লাবের ৬৬টি শীর্ষ ট্রফির মধ্যে মাত্র দুটি মিস করেছিলেন।
তিনি যখন ১০০ বছর বয়সী হন, তখন তিনি সাউথপোর্টের হলিস রেস্ট কেয়ার হোমে চলে যান। সেখানে তাঁর জীবনযাত্রার সদগুণ ও আনন্দের জন্য তাঁকে কেয়ার হোমের কর্মী এবং অন্যান্য বাসিন্দাদের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছিলেন।
১০০ বছরে পা দেওয়ার পর থেকেই তিনি প্রতি বছর ব্রিটিশ রাজপরিবার থেকে একটি জন্মদিনের কার্ড পেতেন। এই চিঠি প্রথমে তিনি প্রয়াত রানি এলিজাবেথের কাছ থেকে পেতেন, পরে রাজা চার্লসের কাছ থেকেও পেয়েছেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে রেকর্ডে রয়েছেন জিরোমোন কিমুরা। ২০১৩ সালে তিনি ১১৬ বছর ৫৪ দিন বয়সে মারা গিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এবং সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হচ্ছেন জাপানের তোমিকো ইতোওকা। বর্তমানে তাঁর বয়স ১১৬ বছর বয়সী।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, জন আলফ্রেড টিনিসউড সোমবার ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকার একটি কেয়ার হোমে মারা যান। ওই এলাকাটিতেই তিনি বসবাস করতেন।
জানা গেছে, লিভারপুল ফুটবল ক্লাবের ভক্ত ছিলেন জন আলফ্রেড টিনিসউড। চলতি বছরের এপ্রিল মাসেই বেঁচে থাকাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে পরিচিত হন তিনি। মূলত সে সময় ১১৪ বছর বয়সী হুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যু হওয়ার পর আলফ্রেডই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ।
পরিবার জানিয়েছে, আলফ্রেডের শেষ দিনটি ছিল সংগীত ও ভালোবাসায় পরিপূর্ণ। যে বছর টাইটানিক ডুবেছিল, অর্থাৎ ১৯১২ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি পেয়েছিলেন। এরপর ২০২৪ সালের এপ্রিল মাসে গিনেস বুক অব রেকর্ডস তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়।
আলফ্রেড ১৯৮৬ সালে স্ত্রী ব্লডওয়েনকে হারিয়েছিলেন। এই দম্পতি রেখে গেছেন তাঁদের একমাত্র কন্যা সুসান এবং নাতি-নাতনি আন্নৌচকা, মারিসা, টোবি ও রুপর্টকে। আছে প্রপৌত্র তাবিথা, কলাম এবং নিএভও।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—আলফ্রেডের মধ্যে অনেক ভালো গুণ ছিল। তিনি বুদ্ধিমান, সিদ্ধান্ত প্রণেতা, সাহসী, যে কোনো সংকটের সময় শান্ত, গাণিতিক প্রতিভাসম্পন্ন এবং একজন অসাধারণ আলাপী মানুষ ছিলেন।
এসব গুণই তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল আর্মিতে তাঁর সামরিক সেবায় অবদান রেখেছিল। সেখানে হিসাবরক্ষক ও অডিটিংয়ের পাশাপাশি তিনি লজিস্টিক কাজ যেমন—ভ্রমণরত সৈন্যদের খুঁজে বের করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করতেন।
আলফ্রেড তাঁর স্ত্রী ব্লডওয়েনের সঙ্গে লিভারপুলে একটি ড্যান্স পার্টিতে পরিচিত হয়েছিলেন। ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। ১৯৮৬ সালে ব্লডওয়েনের মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা ৪৪ বছর একসঙ্গে ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল মেইলে কাজ শুরু করেন আলফ্রেড। পরে শেল ও বিপি কোম্পানিতেও অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন। অবসরে গিয়েছিলেন ১৯৭২ সালে। পরিবার জানিয়েছে, তিনি একটি ‘সক্রিয় অবসরকালীন জীবন’ কাটিয়েছিলেন। ব্লান্ডেলস্যান্ডস ইউনাইটেড রিফর্ম চার্চে সমাজসেবক হিসেবে স্বেচ্ছাসেবী ছিলেন। সেখানে তিনি একজন যাজক হিসেবেও কথা বলতেন।
অতীতে একবার বিবিসিকে আলফ্রেড জানিয়েছিলেন, যুবক বয়সে তিনি বেশ সক্রিয় ছিলেন এবং খুব বেশি হাঁটতেন। তবে তিনি জানতেন না কেন তাঁর আয়ু এত দীর্ঘ হয়েছে। তিনি বলেছিলেন, ‘আপনি হয় দীর্ঘ সময় বাঁচবেন, নয়তো কম সময়—এতে আপনার কোনো হাত নেই।’
তাঁর প্রিয় লিভারপুল ফুটবল ক্লাব তাঁর জন্মের ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ক্লাবের ৬৬টি শীর্ষ ট্রফির মধ্যে মাত্র দুটি মিস করেছিলেন।
তিনি যখন ১০০ বছর বয়সী হন, তখন তিনি সাউথপোর্টের হলিস রেস্ট কেয়ার হোমে চলে যান। সেখানে তাঁর জীবনযাত্রার সদগুণ ও আনন্দের জন্য তাঁকে কেয়ার হোমের কর্মী এবং অন্যান্য বাসিন্দাদের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছিলেন।
১০০ বছরে পা দেওয়ার পর থেকেই তিনি প্রতি বছর ব্রিটিশ রাজপরিবার থেকে একটি জন্মদিনের কার্ড পেতেন। এই চিঠি প্রথমে তিনি প্রয়াত রানি এলিজাবেথের কাছ থেকে পেতেন, পরে রাজা চার্লসের কাছ থেকেও পেয়েছেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে রেকর্ডে রয়েছেন জিরোমোন কিমুরা। ২০১৩ সালে তিনি ১১৬ বছর ৫৪ দিন বয়সে মারা গিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এবং সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হচ্ছেন জাপানের তোমিকো ইতোওকা। বর্তমানে তাঁর বয়স ১১৬ বছর বয়সী।
ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক ভ্লগার তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ
১১ মিনিট আগেপাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জড়ো হচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। নতুন নির্বাচন এবং ইমরানের মুক্তির দাবিতে ইতিমধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছে গেছে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক। একপর্যায়ে তাঁরা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি-চকেও পৌঁছে যায়।
৩৩ মিনিট আগেজানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ত
১ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরেই ছয় মুসলিমের প্রাণহানি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি
১ ঘণ্টা আগে