পার্লামেন্ট এলাকায় পৌঁছে গেছে ইমরান খানের সমর্থকেরা, মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৭: ৪১
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৮: ১৪
ডি-চকে পৌঁছে গেছে ইমরান খানের সমর্থকেরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের একটা অংশ ইসলামাবাদের পার্লামেন্ট এলাকা ডি-চকে পৌঁছে গেছে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে ওঠে এবং ইমরান খানের সমর্থকদের ওপর মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। সরকার ও ইমরান খানের দলের মধ্যে আলোচনার অচলাবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানের দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনাকে ‘বিক্ষোভকারীদের হামলা’ বলে আখ্যা দিয়ে নিন্দা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, এই হামলায় অন্তত চারজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

ডনের এক প্রতিবেদক ডি-চক এলাকা থেকে জানিয়েছেন, ইসলামাবাদের ডি-চকের কাছে বেশ কয়েক ডজন পিটিআই বিক্ষোভকারী জড়ো হয়েছে এবং তারা তাদের পথ অবরোধ করতে ফেলে রাখা শিপিং কনটেইনারগুলোর ওপর উঠে পড়েছে। প্রতিবেদক আরও জানান, এ সময় সেনাসদস্যদেরও একটি কনটেইনারের ওপর অবস্থান করতে দেখা গেছে।

ইসলামাবাদের কঠোর সুরক্ষিত ‘রেড জোনে’ অবস্থিত একটি গোলচক্কর ডি-চক। এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিক্ষোভের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সংযোগস্থল থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা; যেমন পার্লামেন্ট ভবন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সেক্রেটারিয়েট এবং প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে যাওয়া যায়।

অপর একটি চিত্রে দেখা গেছে, আরও একদল বিক্ষোভকারীরা ডি-চক থেকে প্রায় ৫৫০ মিটার দূরে জড়ো হয়েছে। যেখানে তিন স্তরে কনটেইনার একটির ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছে।

সরকার ও পিটিআই বিক্ষোভকারীদের মধ্যে আলোচনার জন্য একটি ‘পেছনের দরজা’ খোলা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারী বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ইসলামাবাদের উপকণ্ঠে সাংজনি—যেখানে পিটিআই গত ৮ সেপ্টেম্বর তাদের সমাবেশ করেছিল—সেই একই স্থানে বিক্ষোভের প্রস্তাব দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিটিআই নেতারা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বোঝানোর চেষ্টা করছিলেন। বুশরা বিবি পিটিআইয়ের প্রধান কনভয়; যা খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদে আসছে, তার নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে বিক্ষোভস্থল পরিবর্তনের প্রস্তাব গ্রহণে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন নেতারা।

ডন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া থেকে আসা পিটিআই নেতা ও কর্মীদের কনভয়ে ৩৪ হাজারের বেশি মানুষ রয়েছে।

এর আগে, ১৩ নভেম্বর ইমরান খান ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের জন্য ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জনগণের নির্বাচনী ম্যান্ডেট পুনরুদ্ধার, দলের আটক সদস্যদের মুক্তি এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল করতে হবে। তাঁর মতে, এই সংশোধনী ‘একনায়কতান্ত্রিক শাসনকে’ আরও শক্তিশালী করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত