ইসলামি শরিয়তে হক বা অধিকার দুই প্রকার। একটি হক্কুল্লাহ বা আল্লাহর হক; যা ইমান, সালাত, জাকাত, সাওম, হজ ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট। অন্যটি হক্কুল ইবাদ বা বান্দার হক, যা বান্দার সঙ্গে সম্পৃক্ত। যেমন পারস্পরিক আর্থিক লেনদেন, আমানত গ্রহণ ও ফেরত, অন্যের মানসম্মান রক্ষা করা, ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিব