আবদুল আযীয কাসেমি
জাহিলি সমাজে কন্যাসন্তানের জন্মকে দেখা হতো অভিশাপরূপে। মহানবী (সা.) ঘোষণা করলেন, কন্যাসন্তান সুখবর নিয়ে আসে। যারা কন্যাসন্তান জন্ম নিলে অসন্তুষ্ট হয়, তাদের নিন্দা করেছেন আল্লাহ তাআলা। এরশাদ হচ্ছে, ‘যখন তাদের কাউকে কন্যাসন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তার চেহারা কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়, তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে; সে চিন্তা করে যে, হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে। দেখো, সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল।’ (সুরা নাহল: ৫৮-৫৯)
কন্যাসন্তানের মা-বাবা ও অভিভাবকদের বিশেষ মর্যাদা ঘোষণা করেছে ইসলাম। মহানবী (সা) বলেন, ‘যে ব্যক্তির তিনটি কন্যাসন্তান বা তিনজন বোন আছে, আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, তার জন্য রয়েছে জান্নাত।’ (তিরমিজি: ১৯১৬)
মহানবী (সা) আরও বলেন, ‘যে ব্যক্তিকে কন্যা লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সে কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল স্বরূপ হবে।’ (তিরমিজি: ১৯১৩)
আরেক হাদিসে আরও বড় ফজিলতের কথা বর্ণিত হয়েছে। মহানবী (সা) বলেন, ‘যে ব্যক্তি দুইজন কন্যাসন্তানকে লালন-পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিল, কেয়ামতের দিন সে এবং আমি দুই আঙুলের মতোই একসঙ্গে (জান্নাতে) প্রবেশ করব।’ ইঙ্গিতে তিনি দুই আঙুল মিলিয়ে দেখালেন। (তিরমিজি: ১৯১৪)
এ তিনটি হাদিস মিলিয়ে দেখলে কন্যাসন্তান লালন-পালনের তিনটি মৌলিক ফজিলত ও মর্যাদার কথা আমরা দেখতে পাই। এক. আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। দুই. জান্নাতের মতো মহান নেয়ামত ও মর্যাদায় সিক্ত করবেন। তিন. জান্নাতে প্রিয় নবী (সা.)-এর সঙ্গী হওয়ার মতো বিরল সৌভাগ্য দান করবেন।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জাহিলি সমাজে কন্যাসন্তানের জন্মকে দেখা হতো অভিশাপরূপে। মহানবী (সা.) ঘোষণা করলেন, কন্যাসন্তান সুখবর নিয়ে আসে। যারা কন্যাসন্তান জন্ম নিলে অসন্তুষ্ট হয়, তাদের নিন্দা করেছেন আল্লাহ তাআলা। এরশাদ হচ্ছে, ‘যখন তাদের কাউকে কন্যাসন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তার চেহারা কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়, তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে; সে চিন্তা করে যে, হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে। দেখো, সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল।’ (সুরা নাহল: ৫৮-৫৯)
কন্যাসন্তানের মা-বাবা ও অভিভাবকদের বিশেষ মর্যাদা ঘোষণা করেছে ইসলাম। মহানবী (সা) বলেন, ‘যে ব্যক্তির তিনটি কন্যাসন্তান বা তিনজন বোন আছে, আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, তার জন্য রয়েছে জান্নাত।’ (তিরমিজি: ১৯১৬)
মহানবী (সা) আরও বলেন, ‘যে ব্যক্তিকে কন্যা লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সে কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল স্বরূপ হবে।’ (তিরমিজি: ১৯১৩)
আরেক হাদিসে আরও বড় ফজিলতের কথা বর্ণিত হয়েছে। মহানবী (সা) বলেন, ‘যে ব্যক্তি দুইজন কন্যাসন্তানকে লালন-পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিল, কেয়ামতের দিন সে এবং আমি দুই আঙুলের মতোই একসঙ্গে (জান্নাতে) প্রবেশ করব।’ ইঙ্গিতে তিনি দুই আঙুল মিলিয়ে দেখালেন। (তিরমিজি: ১৯১৪)
এ তিনটি হাদিস মিলিয়ে দেখলে কন্যাসন্তান লালন-পালনের তিনটি মৌলিক ফজিলত ও মর্যাদার কথা আমরা দেখতে পাই। এক. আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। দুই. জান্নাতের মতো মহান নেয়ামত ও মর্যাদায় সিক্ত করবেন। তিন. জান্নাতে প্রিয় নবী (সা.)-এর সঙ্গী হওয়ার মতো বিরল সৌভাগ্য দান করবেন।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে