অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। অরবান তাঁর এই সফরকে ‘শান্তিরক্ষা মিশন’ বলে অভিহিত করেছেন। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার তিনি বেইজিংয়ে গেলেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার এই মিশন ফলপ্রসূ করতে অরবান এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। সি’র সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, তার বিশদ বিবরণ না দিলেও অরবান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তির পরিবেশ তৈরিতে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি। এ কারণেই আমি বেইজিংয়ে সি’র সঙ্গে দেখা করতে এসেছি।’
আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে অরবান তাঁর ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘শান্তি মিশন ৩.০ বেইজিং।’ অরবানের বেইজিং সফরের খবরটি প্রথম জানায় হাঙ্গেরিয়ান নিউজ পোর্টাল ‘ট্রিপল ফোর’। রোববার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে প্রধানমন্ত্রী অরবান এশিয়া সফর করবেন।
এর আগে গত সপ্তাহে অরবান কিয়েভ সফর করেন। এই সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। কিয়েভ সফরের পরই আকস্মিক সফরে মস্কোতে যান হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এই সফরকেও তাঁর ‘শান্তিরক্ষা মিশনের’ অংশ বলে জানায় অরবানের কার্যালয়।
মস্কো সফরে অরবান ও পুতিন কয়েক ঘণ্টা খোলামেলা আলোচনা করেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দ্রুততম পন্থা খুঁজে বের করার বিষয়েও আলোচনা করেন তাঁরা। যদিও মস্কো ও কিয়েভের মধ্যে এখনো অনেক মতপার্থক্য রয়েছে উল্লেখ করে অরবান বলেন, ‘জেলেনস্কি তার প্রস্তাবগুলো খুব একটা পছন্দ করেননি।’
অরবানের রাশিয়া সফর কিয়েভ ও ইইউ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, সংঘাত বন্ধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো ‘যোগাযোগ স্থাপন’। সে সময় তিনি যুক্তি দিয়েছিলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর ইউরোপীয় ইউনিয়নের ম্যান্ডেটের প্রয়োজন নেই।’
সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভিক্তর অরবান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ২ জুলাই কিয়েভ সফরে যান হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এরপর মস্কো হয়ে চীন সফর করছেন ভিক্তর অরবান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। অরবান তাঁর এই সফরকে ‘শান্তিরক্ষা মিশন’ বলে অভিহিত করেছেন। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার তিনি বেইজিংয়ে গেলেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার এই মিশন ফলপ্রসূ করতে অরবান এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। সি’র সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, তার বিশদ বিবরণ না দিলেও অরবান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তির পরিবেশ তৈরিতে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি। এ কারণেই আমি বেইজিংয়ে সি’র সঙ্গে দেখা করতে এসেছি।’
আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে অরবান তাঁর ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘শান্তি মিশন ৩.০ বেইজিং।’ অরবানের বেইজিং সফরের খবরটি প্রথম জানায় হাঙ্গেরিয়ান নিউজ পোর্টাল ‘ট্রিপল ফোর’। রোববার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে প্রধানমন্ত্রী অরবান এশিয়া সফর করবেন।
এর আগে গত সপ্তাহে অরবান কিয়েভ সফর করেন। এই সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। কিয়েভ সফরের পরই আকস্মিক সফরে মস্কোতে যান হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এই সফরকেও তাঁর ‘শান্তিরক্ষা মিশনের’ অংশ বলে জানায় অরবানের কার্যালয়।
মস্কো সফরে অরবান ও পুতিন কয়েক ঘণ্টা খোলামেলা আলোচনা করেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দ্রুততম পন্থা খুঁজে বের করার বিষয়েও আলোচনা করেন তাঁরা। যদিও মস্কো ও কিয়েভের মধ্যে এখনো অনেক মতপার্থক্য রয়েছে উল্লেখ করে অরবান বলেন, ‘জেলেনস্কি তার প্রস্তাবগুলো খুব একটা পছন্দ করেননি।’
অরবানের রাশিয়া সফর কিয়েভ ও ইইউ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, সংঘাত বন্ধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো ‘যোগাযোগ স্থাপন’। সে সময় তিনি যুক্তি দিয়েছিলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর ইউরোপীয় ইউনিয়নের ম্যান্ডেটের প্রয়োজন নেই।’
সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভিক্তর অরবান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ২ জুলাই কিয়েভ সফরে যান হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এরপর মস্কো হয়ে চীন সফর করছেন ভিক্তর অরবান।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৩ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
৭ ঘণ্টা আগে