চীনে ব্যায়ামের সময় স্টেডিয়ামে ঢুকে পড়ল গাড়ি, চাপা পড়ে নিহত ৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৪: ২৬
গাড়ি চাপায় আহতদের অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। ছবি: সংগৃহীত

চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।

এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত