দম্পতিরা সন্তান নিতে কেন ভয় পায়, জানতে জরিপ চালাচ্ছে চীন 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৬: ১৬

সন্তান লালন-পালন ও সন্তান জন্মদানের বিষয়ে দম্পতিদের মনোভাব কী, তারা কেন ভয় পান এসব বিষয়ে—তা জানতে একটি জরিপ পরিচালনা করবে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এই জরিপ পরিচালনা করবে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনসহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেই তরুণদের মধ্যে সন্তান জন্মদানের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে। দেশগুলো দ্রুতই বুড়োদের দেশে পরিণত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করলেও তা খুব একটা কাজে আসছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জরিপের ঘোষণা দিল চীন। 

ন্যাশনাল হেলথ কমিশনের আওতাভুক্ত চায়না পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার জানিয়েছে, তারা বিশ্বের ১৫০টি দেশের দেড় হাজার সম্প্রদায়ের অন্তত ৩০ হাজার মানুষের ওপর এই জরিপ পরিচালনা করতে চায়। তবে কবে নাগাদ এই জরিপ শুরু হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। 

গত বছর অর্থাৎ, ২০২৩ সালে চীনে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পায়। এর পর থেকেই বেইজিং দেশটির তরুণ দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার চেষ্টা করছে। এই জরিপের লক্ষ্য ‘সন্তান জন্মদানের বিষয়ে দম্পতির অনিচ্ছা এবং ভয়’ বিশ্লেষণ করা এবং শেষ পর্যন্ত ‘প্রজনন উর্বরতায় সহায়তা এবং প্রণোদনা ব্যবস্থা প্রদান করা’। 

এর আগে, ২০২১ সালে চীনে দেশব্যাপী পরিবার ও প্রজনন উর্বরতা সমীক্ষা চালানো হয়েছিল। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলেছে, তারা ১০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একটি নমুনা জরিপ পরিচালনা করবে। যাতে জনমিতিক পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত