অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। গতকাল চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।
জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে–২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে।
চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।
চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এ ছাড়া চীনের চেংডু জে-১০—যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত—এর নকশা মার্কিন এফ-১৬–এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হাজির করেছে চীন। গতকাল মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫এ প্রথমবারের মতো হাজির হয়।
চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর একটি জে-৩৫এ অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। গতকাল চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। এরপর এই প্রথম রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে উড্ডয়ন করল। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।
জে-৩৫এ চীনা বিমানবাহিনীতে দ্বিতীয় স্টিলথ ফাইটার। অপর স্টিলথ ফাইটারটি হলো জে–২০ হেভি ডিউটি স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট। ২০১৬ সালের শেষ দিকে চীন এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে।
চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।
চীন অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করার জন্য পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায়, চীনের জে-২০ এবং মার্কিন এফ-২২ র্যাপটরের নকশা একই রকম। তফাৎ শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এ ছাড়া চীনের চেংডু জে-১০—যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত—এর নকশা মার্কিন এফ-১৬–এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৮ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১০ ঘণ্টা আগে