অনলাইন ডেস্ক
করোনা মহামারির সময় জাপানে সাইকেল চালকের সংখ্যা এত বেড়েছে যে, কর্তৃপক্ষ এখন তাদের নিয়ন্ত্রণের কথা ভাবছে। শুক্রবার এই বিষয়ে নতুন একটি ট্রাফিক আইন চালু করেছে দেশটি। নতুন নিয়মে সাইকেল চালানোর সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তাঁকে জেলে যেতে হবে।
বিবিসি জানিয়েছে, জাপানের সংশোধিত সড়ক ট্রাফিক আইনটি যারা লঙ্ঘন করবে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা ১ লাখ ইয়েন জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী, জরিমানার অর্থ ৭৮ হাজার টাকারও বেশি।
জানা গেছে, ২০২১ সাল থেকে জাপানে সাইকেল চালনার সঙ্গে সম্পৃক্ত দুর্ঘটনার সংখ্যা বাড়তে শুরু করেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, করোনা মহামারির সেই সময়টিতে গণপরিবহন এড়ানোর জন্য দেশটির অসংখ্য মানুষ যাতায়াতের জন্য সাইকেল বেছে নিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে, কর্তৃপক্ষ সাইকেল চালকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফোন ব্যবহারের ওপর ক্র্যাক-ডাউন ছাড়াও নতুন ট্রাফিক আইনে মদ্যপ অবস্থায় সাইকেল চালানোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কেউ মদ্যপান করে সাইকেল চালালে তাঁর তিন বছরের জেল কিংবা ৫ লাখ ইয়েন জরিমানা হবে। বাংলাদেশের মুদ্রায় জরিমানার এই পরিমাণটি ৪ লাখ টাকার কাছাকাছি।
নতুন ট্রাফিক আইন আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপানের ওসাকা শহর কর্তৃপক্ষ অন্তত পাঁচটি লঙ্ঘন রেকর্ড করেছে। এর মধ্যে দুজন পুরুষকে আটক করা হয়, যারা মদ্যপ হয়ে সাইকেল চালাচ্ছিলেন। এদের মধ্যে একজন আবার অন্য একজন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। তবে ওই দুর্ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
বিবিসি আরও জানিয়েছে, নতুন ট্রাফিক আইনে দুর্ঘটনার জন্য দায়ী হলেও শাস্তির মুখোমুখি হবেন সাইকেল চালকেরা। এ ক্ষেত্রে তাঁদের ৩ লাখ ইয়েন পর্যন্ত জরিমানা কিংবা এক বছরের জেল হতে পারে।
জাপানে ট্রাফিক দুর্ঘটনার মোট সংখ্যা কমলেও সাইকেল দুর্ঘটনা বেড়েছে। ২০২৩ সালে দেশটিতে ৭২ হাজারের বেশি সাইকেল দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান দেশটির সব ট্র্যাফিক দুর্ঘটনার মধ্যে ২০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথমার্ধে ফোন ব্যবহারের কারণে সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
জাপানের পুলিশ জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ফোন ব্যবহারের কারণে ৪৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এই সংখ্যাটি আগের পাঁচ বছরের তুলনায় দ্বিগুণ।
নতুন আইন চালুর আগে গত বছর জাপানি কর্তৃপক্ষ সাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করেছিল। গত মে মাসে দেশটির সংসদ ট্রাফিক লঙ্ঘনের জন্য সাইকেল চালকদের জরিমানা করার অনুমতি দিয়ে একটি বিল পাস করেছিল।
এদিকে, বিভিন্ন দেশে ফুটপাতে সাইকেল চালানো নিষিদ্ধ হলেও জাপানে তা বৈধ। দেশটির ফুটপাতে বিপুলসংখ্যক আরোহীকে সাইকেল চালাতে দেখা যায়।
করোনা মহামারির সময় জাপানে সাইকেল চালকের সংখ্যা এত বেড়েছে যে, কর্তৃপক্ষ এখন তাদের নিয়ন্ত্রণের কথা ভাবছে। শুক্রবার এই বিষয়ে নতুন একটি ট্রাফিক আইন চালু করেছে দেশটি। নতুন নিয়মে সাইকেল চালানোর সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তাঁকে জেলে যেতে হবে।
বিবিসি জানিয়েছে, জাপানের সংশোধিত সড়ক ট্রাফিক আইনটি যারা লঙ্ঘন করবে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা ১ লাখ ইয়েন জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী, জরিমানার অর্থ ৭৮ হাজার টাকারও বেশি।
জানা গেছে, ২০২১ সাল থেকে জাপানে সাইকেল চালনার সঙ্গে সম্পৃক্ত দুর্ঘটনার সংখ্যা বাড়তে শুরু করেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, করোনা মহামারির সেই সময়টিতে গণপরিবহন এড়ানোর জন্য দেশটির অসংখ্য মানুষ যাতায়াতের জন্য সাইকেল বেছে নিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে, কর্তৃপক্ষ সাইকেল চালকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফোন ব্যবহারের ওপর ক্র্যাক-ডাউন ছাড়াও নতুন ট্রাফিক আইনে মদ্যপ অবস্থায় সাইকেল চালানোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কেউ মদ্যপান করে সাইকেল চালালে তাঁর তিন বছরের জেল কিংবা ৫ লাখ ইয়েন জরিমানা হবে। বাংলাদেশের মুদ্রায় জরিমানার এই পরিমাণটি ৪ লাখ টাকার কাছাকাছি।
নতুন ট্রাফিক আইন আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপানের ওসাকা শহর কর্তৃপক্ষ অন্তত পাঁচটি লঙ্ঘন রেকর্ড করেছে। এর মধ্যে দুজন পুরুষকে আটক করা হয়, যারা মদ্যপ হয়ে সাইকেল চালাচ্ছিলেন। এদের মধ্যে একজন আবার অন্য একজন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। তবে ওই দুর্ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
বিবিসি আরও জানিয়েছে, নতুন ট্রাফিক আইনে দুর্ঘটনার জন্য দায়ী হলেও শাস্তির মুখোমুখি হবেন সাইকেল চালকেরা। এ ক্ষেত্রে তাঁদের ৩ লাখ ইয়েন পর্যন্ত জরিমানা কিংবা এক বছরের জেল হতে পারে।
জাপানে ট্রাফিক দুর্ঘটনার মোট সংখ্যা কমলেও সাইকেল দুর্ঘটনা বেড়েছে। ২০২৩ সালে দেশটিতে ৭২ হাজারের বেশি সাইকেল দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান দেশটির সব ট্র্যাফিক দুর্ঘটনার মধ্যে ২০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথমার্ধে ফোন ব্যবহারের কারণে সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
জাপানের পুলিশ জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ফোন ব্যবহারের কারণে ৪৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এই সংখ্যাটি আগের পাঁচ বছরের তুলনায় দ্বিগুণ।
নতুন আইন চালুর আগে গত বছর জাপানি কর্তৃপক্ষ সাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করেছিল। গত মে মাসে দেশটির সংসদ ট্রাফিক লঙ্ঘনের জন্য সাইকেল চালকদের জরিমানা করার অনুমতি দিয়ে একটি বিল পাস করেছিল।
এদিকে, বিভিন্ন দেশে ফুটপাতে সাইকেল চালানো নিষিদ্ধ হলেও জাপানে তা বৈধ। দেশটির ফুটপাতে বিপুলসংখ্যক আরোহীকে সাইকেল চালাতে দেখা যায়।
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৪ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১০ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
১৯ মিনিট আগে