অনলাইন ডেস্ক
নেপালের একটি ২৩ হাজার ৭৩০ ফুট উঁচু চূড়া থেকে নামার সময় একজন নেতৃস্থানীয় স্লোভাক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণ করেছিলেন স্লোভাক পর্বতারোহী অন্দ্রেজ হুসেরকা। এর মধ্য দিয়ে ওই পর্বতের পূর্বপাশ দিয়ে চূড়ায় ওঠার বিরল কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু নামার সময়ই ঘটে দুর্ঘটনা। তিনি একটি ক্রেভাস বা অনেক গভীর একটি খাদে পড়ে গিয়েছিলেন।
৩৪ বছর বয়সী এই পর্বতারোহী এর আগে আল্পস, প্যাটাগোনিয়া এবং পামির মালভূমির পর্বতমালায় আরোহণ করেছিলেন। পর্বতারোহী হিসেবে স্লোভাকিয়ায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণের সময় অন্দ্রেজের সঙ্গী ছিলেন চেক পর্বতারোহী মারেক হোলেসেক। ল্যাংটাং লিরুংয়ের ভয়ংকর পূর্বপাশ জয়ের পর মারেক ফিরে আসলেও ফিরতে পারেননি অন্দ্রেজ।
মারেক জানান, পর্বতের দেয়াল বেয়ে নামার সময় অন্দ্রজের দড়ি ছিঁড়ে গিয়েছিল। এতে তিনি অনেক গভীর একটি বরফের খাদের মধ্যে পড়ে যান।
সঙ্গীকে হারিয়ে বেসক্যাম্পে একা ফিরে এসে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন মারেক। অন্দ্রেজের চিৎকার শুনে তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন তিনি। মারেক লিখেছেন, ‘আমি তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁর প্রাণ চলে যাওয়ার আগ পর্যন্ত চার ঘণ্টা তাঁর সঙ্গে ছিলাম।’
আহত অবস্থায় অন্দ্রেজকে প্রথমে বরফের নিচ থেকে টেনে বের করার পরই মারেক বুঝতে পেরেছিলেন তাঁর সঙ্গী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। মারেক লিখেছেন, ‘আমার বাহুতে মাথা রাখার পরই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে শুরু করেছিল।’
স্লোভাক পর্বতারোহীদের সমিতি ‘এসএইচএস জেমস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে এই সংগঠনটি বলেছে, ‘মারেক হোলেসেকের একটি ফোন কল এবং তাঁর ফেসবুক স্ট্যাটাস এবং ল্যাংটাং লিরুংয়ের প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পরিবার এবং বন্ধুদের এই সত্যটি মেনে নিতে হবে যে, অন্দ্রেজ আর আমাদের মাঝে নেই।’
জানা গেছে, ল্যাংটাং লিরুং হিমালয়ের খুবই বিপজ্জনক একটি পর্বত। নেপালি শেরপারা প্রায় সময় এই পর্বতকে ‘কিলার মাউন্টেন’ বলে বর্ণনা করেন। অসংখ্য মানুষ এই পর্বতে আরোহণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং দুঃখজনকভাবে অন্দ্রেজ সহ অনেকেই সেখানে প্রাণ হারিয়েছেন।
নিহত অন্দ্রেজ হুসেরকা ২০১১ সালে স্লোভাকিয়ার জাতীয় আলপিনিজম দলে যোগ দিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে উল্লেখ আছে, তিনি অন্তত ৬ বার এসএইচএস জেমস-এর বিচারে বছরের সেরা আরোহণের পুরস্কার জিতেছেন। এক দশকের পর্বতারোহণ ক্যারিয়ার তিনি সারা বিশ্ব জুড়ে পর্বতারোহণ করেছেন।
নেপালের একটি ২৩ হাজার ৭৩০ ফুট উঁচু চূড়া থেকে নামার সময় একজন নেতৃস্থানীয় স্লোভাক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণ করেছিলেন স্লোভাক পর্বতারোহী অন্দ্রেজ হুসেরকা। এর মধ্য দিয়ে ওই পর্বতের পূর্বপাশ দিয়ে চূড়ায় ওঠার বিরল কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু নামার সময়ই ঘটে দুর্ঘটনা। তিনি একটি ক্রেভাস বা অনেক গভীর একটি খাদে পড়ে গিয়েছিলেন।
৩৪ বছর বয়সী এই পর্বতারোহী এর আগে আল্পস, প্যাটাগোনিয়া এবং পামির মালভূমির পর্বতমালায় আরোহণ করেছিলেন। পর্বতারোহী হিসেবে স্লোভাকিয়ায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণের সময় অন্দ্রেজের সঙ্গী ছিলেন চেক পর্বতারোহী মারেক হোলেসেক। ল্যাংটাং লিরুংয়ের ভয়ংকর পূর্বপাশ জয়ের পর মারেক ফিরে আসলেও ফিরতে পারেননি অন্দ্রেজ।
মারেক জানান, পর্বতের দেয়াল বেয়ে নামার সময় অন্দ্রজের দড়ি ছিঁড়ে গিয়েছিল। এতে তিনি অনেক গভীর একটি বরফের খাদের মধ্যে পড়ে যান।
সঙ্গীকে হারিয়ে বেসক্যাম্পে একা ফিরে এসে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন মারেক। অন্দ্রেজের চিৎকার শুনে তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন তিনি। মারেক লিখেছেন, ‘আমি তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁর প্রাণ চলে যাওয়ার আগ পর্যন্ত চার ঘণ্টা তাঁর সঙ্গে ছিলাম।’
আহত অবস্থায় অন্দ্রেজকে প্রথমে বরফের নিচ থেকে টেনে বের করার পরই মারেক বুঝতে পেরেছিলেন তাঁর সঙ্গী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। মারেক লিখেছেন, ‘আমার বাহুতে মাথা রাখার পরই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে শুরু করেছিল।’
স্লোভাক পর্বতারোহীদের সমিতি ‘এসএইচএস জেমস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে এই সংগঠনটি বলেছে, ‘মারেক হোলেসেকের একটি ফোন কল এবং তাঁর ফেসবুক স্ট্যাটাস এবং ল্যাংটাং লিরুংয়ের প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পরিবার এবং বন্ধুদের এই সত্যটি মেনে নিতে হবে যে, অন্দ্রেজ আর আমাদের মাঝে নেই।’
জানা গেছে, ল্যাংটাং লিরুং হিমালয়ের খুবই বিপজ্জনক একটি পর্বত। নেপালি শেরপারা প্রায় সময় এই পর্বতকে ‘কিলার মাউন্টেন’ বলে বর্ণনা করেন। অসংখ্য মানুষ এই পর্বতে আরোহণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং দুঃখজনকভাবে অন্দ্রেজ সহ অনেকেই সেখানে প্রাণ হারিয়েছেন।
নিহত অন্দ্রেজ হুসেরকা ২০১১ সালে স্লোভাকিয়ার জাতীয় আলপিনিজম দলে যোগ দিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে উল্লেখ আছে, তিনি অন্তত ৬ বার এসএইচএস জেমস-এর বিচারে বছরের সেরা আরোহণের পুরস্কার জিতেছেন। এক দশকের পর্বতারোহণ ক্যারিয়ার তিনি সারা বিশ্ব জুড়ে পর্বতারোহণ করেছেন।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৪ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৬ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
৮ ঘণ্টা আগে