ধোঁয়াশা: পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের আলোচনার টেবিলে বসার কারণ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৬: ৩৭
লাহোরে ব্যাপক ধোঁয়াশার মধ্যেই বাইরে বের হয়েছে মানুষ। ছবি: এএফপি

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারত মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ও স্থবির। তবে এখন এমন একটি অপ্রত্যাশিত ‘কারণ’ হাজির হয়েছে যা দুই দেশের স্থবির সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনা শুরু করার সুযোগ তৈরি করতে পারে। আর এটি হলো প্রাণঘাতী ‘ধোঁয়াশা’—যা উভয় দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোকে ঢেকে ফেলেছে ব্যাপকভাবে।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই তীব্র বায়ুদূষণ সমস্যা সমাধানের ভারতের পাঞ্জাব প্রদেশের সঙ্গে কাজ করার জন্য দেশটি সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি, লাহোর ও ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোতে তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব রাজা জাহাঙ্গীর আনওয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শিগগিরই ভারতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর (ভগবন্ত সিং মান) কাছে চিঠি পাঠাবেন। তিনি ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাঁকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন।

আনওয়ার আরও বলেন, ‘এই অঞ্চলের প্রতিকূল জলবায়ু পরিস্থিতির কারণে পাকিস্তান এ বছরের শেষে লাহোরে একটি আঞ্চলিক জলবায়ু সম্মেলন আয়োজন করার কথা ভাবছে। আমরা স্বীকার করি যে, এসব বিষয় পররাষ্ট্রনীতির বিষয়ের অন্তর্ভুক্ত। যার জন্য কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই পরিস্থিতি অত্যন্ত জরুরি। যদি এটি পাকিস্তান, ভারত ও অন্যান্য দেশকে একত্র করতে পারে, তবে কেন এই সুযোগকে নষ্ট করা হবে?’

গত সেপ্টেম্বর থেকে নিম্ন তাপমাত্রা, পরিবর্তিত বায়ুমণ্ডলীয় অবস্থান এবং ব্যাপক ধোঁয়া নির্গমনের কারণে লাহোর ও নয়া দিল্লির বায়ুর গুণগত মান গুরুতরভাবে নেমে গেছে। এই ক্রমবর্ধমান বায়ুদূষণের মধ্যে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী হয়ে ‘জলবায়ু কূটনীতি’ অনুসরণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মরিয়ম।

বুধবার লাহোরে দীপাবলির এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মরিয়ম নওয়াজ ভারত-পাকিস্তান উভয় দেশের এই বিষয়ে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘এই বিষয়টি ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আমি ভারতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখার কথা ভাবছি। এটি কোনো রাজনৈতিক নয়, মানবিক বিষয়।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ আরও বলেন, তাঁর সরকার এই সংকট মোকাবিলার পদক্ষেপ নিচ্ছে। তবে ভারতের পক্ষ থেকেও সম্পূরক পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, ‘হাওয়া জানে না, যে এখানে সীমান্ত আছে। এটি ভারতীয় জনগণের সুস্বাস্থ্য ও পাকিস্তানের জনগণের কল্যাণ—উভয়ের জন্যই করা দরকার।’

পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের সহকারী পরিচালক দাওয়ার হামিদ বাট বলেন, মুখ্যমন্ত্রীর ভারতীয় নেতাদের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাবটি একটি আন্তসীমান্ত দূষণ ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োজনীয়তা নির্দেশ করে। তিনি বলেন, ‘দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে মালে ঘোষণাটি এমন একটি পদ্ধতি বিকাশের লক্ষ্যেই ছিল, কিন্তু এটি সফল হয়নি। এটি পুনরুজ্জীবিত করার সাম্প্রতিক প্রচেষ্টা চলছে। তবে বিষয়টি এখনো বিশদ অনিশ্চিত।’

দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ মোকাবিলায় বিদ্যমান একমাত্র আন্তঃসরকারী কাঠামো মালে ঘোষণা। ১৯৯৮ সালে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই ঘোষণায় স্বাক্ষর করে।

২০২৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত আইকিউএয়ারের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে গুরুতর বায়ুদূষণের প্রভাবিত অঞ্চল। গত বছর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বাতাসের মান সবচেয়ে খারাপ ছিল। যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল জার্নাল ল্যানসেটের সাম্প্রতিক এক গবেষণায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে,২০২১ সালে ভারতে ১৬ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা গেছে।

হামিদ বাট বলেন, ‘সমাধান খুবই পরিষ্কার, যদিও তা উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তবায়ন খুব একটা সহজ নয়। তবে, ভারত-পাকিস্তান উভয় পক্ষকেই সব খাতে পরিষ্কার জ্বালানির উৎস বের করতে হবে এবং ফসলের বর্জ্য পরিচালনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত