খেলার মাঠ উদ্ধারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭: ২৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭: ২৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দৌলতপুর ইউনিয়নবাসী এই স্মারকলিপি দেয়।

স্মারকলিপি থেকে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে টাঙ্গন নদসংলগ্ন খাসজমি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় প্রভাবশালী একটি চক্র খেলার মাঠটি দখল করে সেখানে আমবাগান করেছে। এতে এলাকার লোকজন বাধা দিলে তাদের মারধর করাসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়। চক্রটি এখন আবারও সরকারি জমি দখলের উদ্দেশ্যে ওই খেলার মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে আবাদি খাসজমিতে খেলার মাঠ প্রতিষ্ঠার পাঁয়তারা করছে।

এলাকাবাসীর দাবি, খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার এবং ভূমিদস্যুরা যেন খেলার মাঠে নেমে আবারও খাসজমি দখল করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে ইউএনও রমিজ আলম বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত