ক্রীড়া ডেস্ক
টেনিস কোর্টে একের পর এক রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এবারের ইউএস ওপেন শুরু করেছেন দুর্দান্তভাবে। তবু তিনি মনে করছেন, অচেনা প্রতিপক্ষের বিপক্ষে জয়টা অত সহজ ছিল না।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মলদোভার রাদু অ্যালবতের মুখোমুখি হয়েছেন জোকোভিচ। মলদোভার এই প্রতিপক্ষের বিপক্ষে এবারই প্রথম খেলেছেন জোকো। প্রথম দেখাতেই অ্যালবতের বিপক্ষে সরাসরি সেটে (৬-২,৬-২, ৬-৪ গেমে) জিতেছেন জোকোভিচ। তবে জোকোর জয়টা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়। ৩৭ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকাকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। টানা ম্যাচের মধ্যে আছেন দেখেই হয়তো এই ক্লান্তি। অ্যালবতের বিপক্ষে জোকোর ডাবল ফল্ট হয়েছে ১০ টি। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকার প্রথম সার্ভের ৪৭ শতাংশ ঠিকমতো হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ইএসপিএনকে জোকো বলেন, ‘আমার মনে হয়েছে আজ রাতে অনেক বিপদ ছিল। মনে হচ্ছিল যে ছোট ভাইয়ের জন্য প্রতিশোধ নিচ্ছি।’
২৪ গ্র্যান্ড স্লাম জিতে অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে শীর্ষে জোকোভিচ। সর্বোচ্চ ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকো। সার্বিয়ান টেনিস তারকা ইউএস ওপেন জিতেছেন চারবার। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিসে স্বর্ণপদক জিতে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জিতেছেন জোকো।
ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতলেও এ বছর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। জুলাইয়ে অনুষ্ঠিত এ বছরের উইম্বলডনে হেরেছেন স্পেনের কার্লোস আলকারাসের কাছে। ইউএস ওপেন জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জোকো জিততে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল তাঁর (জোকো) প্রতিপক্ষ আরেক সার্বিয়ান লাসলো ডিজেরে। ২০১৭ থেকে শুরু করে প্রত্যেক বছর কমপক্ষে একটি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকো।
টেনিস কোর্টে একের পর এক রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এবারের ইউএস ওপেন শুরু করেছেন দুর্দান্তভাবে। তবু তিনি মনে করছেন, অচেনা প্রতিপক্ষের বিপক্ষে জয়টা অত সহজ ছিল না।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মলদোভার রাদু অ্যালবতের মুখোমুখি হয়েছেন জোকোভিচ। মলদোভার এই প্রতিপক্ষের বিপক্ষে এবারই প্রথম খেলেছেন জোকো। প্রথম দেখাতেই অ্যালবতের বিপক্ষে সরাসরি সেটে (৬-২,৬-২, ৬-৪ গেমে) জিতেছেন জোকোভিচ। তবে জোকোর জয়টা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়। ৩৭ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকাকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। টানা ম্যাচের মধ্যে আছেন দেখেই হয়তো এই ক্লান্তি। অ্যালবতের বিপক্ষে জোকোর ডাবল ফল্ট হয়েছে ১০ টি। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকার প্রথম সার্ভের ৪৭ শতাংশ ঠিকমতো হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ইএসপিএনকে জোকো বলেন, ‘আমার মনে হয়েছে আজ রাতে অনেক বিপদ ছিল। মনে হচ্ছিল যে ছোট ভাইয়ের জন্য প্রতিশোধ নিচ্ছি।’
২৪ গ্র্যান্ড স্লাম জিতে অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে শীর্ষে জোকোভিচ। সর্বোচ্চ ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকো। সার্বিয়ান টেনিস তারকা ইউএস ওপেন জিতেছেন চারবার। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিসে স্বর্ণপদক জিতে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জিতেছেন জোকো।
ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতলেও এ বছর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। জুলাইয়ে অনুষ্ঠিত এ বছরের উইম্বলডনে হেরেছেন স্পেনের কার্লোস আলকারাসের কাছে। ইউএস ওপেন জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জোকো জিততে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল তাঁর (জোকো) প্রতিপক্ষ আরেক সার্বিয়ান লাসলো ডিজেরে। ২০১৭ থেকে শুরু করে প্রত্যেক বছর কমপক্ষে একটি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকো।
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৪ ঘণ্টা আগে