ক্রীড়া ডেস্ক
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৪০ রানে থেকে বাংলাদেশ গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২৫১ রান। সেটুকু করতেই সফরকারীদের রীতিমতো ঘাম ছুটে গেছে। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রানে। এখনো সফরকারীরা পিছিয়ে ১৮১ রানে।
শাহাদাত হোসেন দীপুর উইকেট দিয়েই তৃতীয় দিনে উইকেটের হালখাতা খোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এই ব্যাটারকে কিমার রোচ ফেরালে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৬৬ রান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। চতুর্থ উইকেটে ১০৪ বলে ৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি তোলার পরপরই মুমিনুল বিদায় নিয়েছেন। এই ফিফটি করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। লাল বলের ক্রিকেটে এখন তাঁর রান ১০০০৫।
মুমিনুলের পর লিটনও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। শামার জোসেফের বল লেগসাইডে ঘোরাতে গিয়ে লিটন হয়েছেন বোল্ড। ৭৬ বলে ৩ চারে ৪০ রান করেছেন লিটন। ছয় নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ টেস্ট মেজাজে খেলতে থাকলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ২৩ রান করার পর তিনি (মিরাজ) আউট হয়েছেন আলজারি জোসেফের বলে।
লিটন, মিরাজ দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৬৬ রান। হঠাৎ খেই হারানো বাংলাদেশ দিশা খুঁজে পায় জাকের আলী অনিক ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। সপ্তম উইকেটে তাঁরা (জাকের-তাইজুল) ১১৫ বলে করেন ৬৮ রানের জুটি। জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। ৬৮ রানের এই জুটি ভাঙতে না ভাঙতেই আরেক দফা ধস বাংলাদেশের ইনিংসে। ৬ উইকেটে ২৩৪ রান থেকে মুহূর্তেই সফরকারীদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৫৭ রান। ৮৯ বলে ৫৩ রান করা জাকেরকে ফিরিয়েছেন জাস্টিন গ্রিভস। হাতে ১ উইকেট নিয়ে ১৮১ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম অপরাজিত ১১ ও ৫ রান করে।
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৪০ রানে থেকে বাংলাদেশ গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২৫১ রান। সেটুকু করতেই সফরকারীদের রীতিমতো ঘাম ছুটে গেছে। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রানে। এখনো সফরকারীরা পিছিয়ে ১৮১ রানে।
শাহাদাত হোসেন দীপুর উইকেট দিয়েই তৃতীয় দিনে উইকেটের হালখাতা খোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এই ব্যাটারকে কিমার রোচ ফেরালে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৬৬ রান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। চতুর্থ উইকেটে ১০৪ বলে ৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি তোলার পরপরই মুমিনুল বিদায় নিয়েছেন। এই ফিফটি করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। লাল বলের ক্রিকেটে এখন তাঁর রান ১০০০৫।
মুমিনুলের পর লিটনও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। শামার জোসেফের বল লেগসাইডে ঘোরাতে গিয়ে লিটন হয়েছেন বোল্ড। ৭৬ বলে ৩ চারে ৪০ রান করেছেন লিটন। ছয় নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ টেস্ট মেজাজে খেলতে থাকলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ২৩ রান করার পর তিনি (মিরাজ) আউট হয়েছেন আলজারি জোসেফের বলে।
লিটন, মিরাজ দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৬৬ রান। হঠাৎ খেই হারানো বাংলাদেশ দিশা খুঁজে পায় জাকের আলী অনিক ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। সপ্তম উইকেটে তাঁরা (জাকের-তাইজুল) ১১৫ বলে করেন ৬৮ রানের জুটি। জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। ৬৮ রানের এই জুটি ভাঙতে না ভাঙতেই আরেক দফা ধস বাংলাদেশের ইনিংসে। ৬ উইকেটে ২৩৪ রান থেকে মুহূর্তেই সফরকারীদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৫৭ রান। ৮৯ বলে ৫৩ রান করা জাকেরকে ফিরিয়েছেন জাস্টিন গ্রিভস। হাতে ১ উইকেট নিয়ে ১৮১ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম অপরাজিত ১১ ও ৫ রান করে।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৫ ঘণ্টা আগে