১৮ বছরের রেকর্ড ভাঙার রাতে লঙ্কানদের আরেক আক্ষেপ

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১২: ০৬
আভিস্কা ফার্নান্দো (বাঁয়ে), কুশল মেন্ডিস (ডানে) দুজনেই পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাঁদের জুটিতে ভাঙল ১৮ বছরের পুরোনো রেকর্ড। ছবি: ক্রিকইনফো

আশীর্বাদ না অভিশাপ-ডাম্বুলায় গত রাতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির দুই রকম রূপই দেখা গেছে। একসঙ্গে লঙ্কানদের দুটি রেকর্ড ভাঙার সম্ভাবনা যেখানে প্রবল হচ্ছিল, সেটা আর হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা হেসেখেলে লঙ্কানরা জিতলেও রেকর্ড ভাঙতে পারল কেবল একটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০১ রানের জুটির কীর্তিটা ছিল নেপিয়ারে ২০০৬ সালে। ১৮ বছর আগে উদ্বোধনী জুটিতে এই রান যোগ করেছিলেন সনাথ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা। সেই জয়াসুরিয়া গত রাতে ডাম্বুলার ডাগআউটে শ্রীলঙ্কার কোচ হয়ে দেখেছেন কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। জয়াসুরিয়ার সামনে তাঁর গড়া ১৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দো। দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও ফার্নান্দো গড়েছেন ২১৫ বলে ২০৬ রানের জুটি। এটাই ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ জুটি। কুশল মেন্ডিস, ফার্নান্দো দুজনেই ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করার পরই নামে মুষলধারে বৃষ্টি। ২ ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার পর আবার যখন শুরু হয়, লঙ্কানদের আর ব্যাটিং করার সুযোগ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হিসেবেই থেকে গেল। সর্বোচ্চ ৩২৬ রানের কীর্তিটা ২০১৯ সালে করেছিল লঙ্কানরা। ৫ বছর আগে মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত ম্যাচটিও ছিল সিরিজের প্রথম ওয়ানডেতে। সেবার কিউইরা জিতেছিল ৪৫ রানে।

নিউজিল্যান্ড যখন ডাম্বুলায় গত রাতে রান তাড়া করতে নামে, তখন ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ২২১ রান। লঙ্কানদের বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে কিউইরা। ২৭ ওভারে ৯ উইকেটে ১৭৫ রানে আটকে যায় নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে ৪৫ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। ম্যাচ-সেরা হয়েছেন কুশল মেন্ডিস। ১২৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় করেছেন ১৪৩ রান। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান। তাতে ভাঙল ৩০ বছরের পুরোনো আরও এক রেকর্ড। ১৯৯৪ সালে ব্লুমফন্টেইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে জয়াসুরিয়া ১৪৩ বলে করেছিলেন ১৪০ রান। যেটা এখন কিউইদের বিপক্ষে ওয়ানডেতে শ্রীলঙ্কার কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে শ্রীলঙ্কার সেরা পাঁচ জুটি

রান উইকেট ভেন্যু সাল

আভিস্কা ফার্নান্দো-কুশল মেন্ডিস ২০৬ দ্বিতীয় ডাম্বুলা ২০২৪

সনাথ জয়াসুরিয়া-উপুল থারাঙ্গা ২০১ প্রথম নেপিয়ার ২০০৬

সনাথ জয়াসুরিয়া-মাহেলা জয়াবর্ধনে ১৮৪ তৃতীয় শারজা ২০০১

সনাথ জয়াসুরিয়া-হাসান তিলকরত্নে ১৭০ দ্বিতীয় ব্লুমফন্টেইন ২০০৩

রোশন মহানামা-আসাঙ্কা গুরুসিনহা ১৬৬ দ্বিতীয় কলম্বো ১৯৯২

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত