আইপিএল সূচিকে ‘তোয়াক্কা’ করেনি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক   
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৭: ৪৫
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৭: ৫৬
টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তির ম্যাচ খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।

টেস্টের ১৫০ বছর পূর্তিতে ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যে টেস্ট খেলবে, সেটা জানা গিয়েছিল আগেই। সূচিটাই শুধু অজানা ছিল। আজ জানা গেল,২০২৭ সালের ১১ মার্চ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট। এমসিজিতে অনুষ্ঠিত একটা টেস্টই হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে। অন্যদিকে ২০২৭ আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। যদি মেলবোর্ন টেস্ট পাঁচ দিন গড়ায়, তাহলে প্রথম দুই দিন আইপিএলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা।

ই-মেইলে ২০২৫ থেকে ২০২৭ আইপিএল পর্যন্ত বিদেশের কোন কোন দেশের ক্রিকেটাররা খেলতে পারবেন, সেটার একটা তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। ২০২৫ ও ২০২৬ আইপিএলে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। ২০২৭ এর ক্ষেত্রে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫০ বছর পূর্তিতে যে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, তারপরে ক্রিকেটাররা যোগ দিতে পারবেন আইপিএলে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটারের তালিকা ২০২৫ থেকে ২০২৭ আইপিএলের জন্য প্রকাশ করেছে। সেই ১৮ জনের মধ্যে টেস্টের নিয়মিত মুখ হ্যারি ব্রুক, ওলি পোপ, বেন ডাকেট, গাস অ্যাটকিনসন,জ্যাক ক্রলিরা আছেন।

টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ হয়েছে ১৮৭৭ সালে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ঐতিহাসিক সেই ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তখন ১৫ মার্চ শুরু হওয়া টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্টের শত বছর পূর্তির ম্যাচও মেলবোর্নে খেলেছিল এই দুই দল। সেবারও প্রথম টেস্টের সঙ্গে অনেক মিল পাওয়া গেছে। ১৯৭৭ সালে এই টেস্টটাও অজিরা জেতে ৪৫ রানে। ১০০ বছর পূর্তির টেস্টটাও শুরু হয়েছিল ১৫ মার্চ। ২০২৭ সালের ক্ষেত্রে ভেন্যু, অংশগ্রহণকারী দল একই থাকলেও পার্থক্য শুধু তারিখে।

টেস্টের ১৫০ বছর পূর্তির আগে অ্যাশেজে মুখোমুখি হবে দুই দল। ২০২৫ সালের ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সূচি অনুযায়ী সিরিজের শেষ টেস্ট পড়েছে নতুন বছরে। সিডনিতে ২০২৬ সালের ৪ জানুয়ারি শুরু হবে শেষ টেস্ট। ২০২৭ অ্যাশেজ হবে ইংল্যান্ডে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত