লঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে এত কিসের ঝামেলা

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৫: ০৮
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৬: ০১
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।

হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।

ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত