ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
৫ ঘণ্টা আগে