সংবিধান সংস্কার কমিশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়া হবে।’
জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গতকাল রোববার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। পরে একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের প্রধান আলী রীয়াজ। তিনি বলেন, সরকার সুপারিশগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে এবং সবার জন্য গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ধারণ করবে।
কমিশনপ্রধান বলেন, সংবিধানের কোন কোন স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে সেটা নিয়ে তাঁরা কাজ করছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে, সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার তা নির্ধারণ করবে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট সংবিধানে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনপ্রধান বলেন, অংশীজনদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
আলী রীয়াজ আরও বলেন, আদালতের রায় প্রকাশের পরে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেন, সেভাবে হবে। কমিশন হিসেবে এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কমিশনের কাজের পরিধির মধ্যে এটা পড়ে না।
সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর প্রমুখ।
সংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়া হবে।’
জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গতকাল রোববার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। পরে একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের প্রধান আলী রীয়াজ। তিনি বলেন, সরকার সুপারিশগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে এবং সবার জন্য গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ধারণ করবে।
কমিশনপ্রধান বলেন, সংবিধানের কোন কোন স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে সেটা নিয়ে তাঁরা কাজ করছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে, সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার তা নির্ধারণ করবে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট সংবিধানে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনপ্রধান বলেন, অংশীজনদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
আলী রীয়াজ আরও বলেন, আদালতের রায় প্রকাশের পরে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেন, সেভাবে হবে। কমিশন হিসেবে এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কমিশনের কাজের পরিধির মধ্যে এটা পড়ে না।
সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর প্রমুখ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৭ ঘণ্টা আগেনবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ রোববার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করান
৮ ঘণ্টা আগে