নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের দিকে সরকার ধাপে ধাপে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।’
হাসান আরিফ আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তাঁরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’
ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে এবং আন্তর্জাতিক পর্যটকেরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ।’
সেন্ট মার্টিন ভ্রমণে নিয়ম বেঁধে দেওয়ার ফলে পর্যটনশিল্পে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি ধারণক্ষমতা থাকে। তার অতিরিক্ত হলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্যই পর্যটন সীমিত করা হয়েছে। কাজেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।
নির্বাচনের দিকে সরকার ধাপে ধাপে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।’
হাসান আরিফ আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তাঁরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’
ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে এবং আন্তর্জাতিক পর্যটকেরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ।’
সেন্ট মার্টিন ভ্রমণে নিয়ম বেঁধে দেওয়ার ফলে পর্যটনশিল্পে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি ধারণক্ষমতা থাকে। তার অতিরিক্ত হলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্যই পর্যটন সীমিত করা হয়েছে। কাজেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
৮ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
১০ ঘণ্টা আগে