লাইফস্টাইল ডেস্ক
প্রতিবছর বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে:
প্রসাধনী
বিয়েতে ব্যবহৃত জিনিসপত্র এবং আমদানি করা প্রসাধন পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এর আগে আমদানি করা প্রসাধনীতে শুল্ক ছিল ৩ শতাংশ।
বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তাই আমদানি করা সাবান, অরগানিক সারফেস-অ্যাকটিভ এজেন্ট, বার কেক, বিভিন্ন সাবান তৈরির উপাদান, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, তরল সাবান ও ক্রিম এবং বিয়ের জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফ্যাশন অনুষঙ্গ
সানগ্লাসের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত সানগ্লাসে মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
লাইফস্টাইল পণ্য
সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালিসামগ্রী, হাইজেনিক, টয়লেটসামগ্রীসহ সে রকম যেকোনো পণ্যের (টিফিন বক্স ও পানির বোতল ছাড়া) মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবছর বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে:
প্রসাধনী
বিয়েতে ব্যবহৃত জিনিসপত্র এবং আমদানি করা প্রসাধন পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এর আগে আমদানি করা প্রসাধনীতে শুল্ক ছিল ৩ শতাংশ।
বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তাই আমদানি করা সাবান, অরগানিক সারফেস-অ্যাকটিভ এজেন্ট, বার কেক, বিভিন্ন সাবান তৈরির উপাদান, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, তরল সাবান ও ক্রিম এবং বিয়ের জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফ্যাশন অনুষঙ্গ
সানগ্লাসের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত সানগ্লাসে মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
লাইফস্টাইল পণ্য
সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালিসামগ্রী, হাইজেনিক, টয়লেটসামগ্রীসহ সে রকম যেকোনো পণ্যের (টিফিন বক্স ও পানির বোতল ছাড়া) মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে