হিলি (দিনাজপুর) প্রতিনিধি
শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। দুই দিন আগেও প্রতি কেজি আলু ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে আলুর সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। এদিকে দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হিলি বাজারে প্রতিটি সবজির দোকানে অন্যান্য সবজির সঙ্গে দেখা মিলছে নতুন আলু। আলুর দাম বেশি হলেও ক্রেতারা নতুন আলুর স্বাদ নিতে কমবেশি কিনছেন।
এই বিক্রেতা বলেন, ‘দুই দিন আগেও প্রতি কেজি নতুন আলু বিক্রি করেছি ১৪০ থেকে ১৫০ টাকায়। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলুর দাম দিনে দিনে কমছে।’ দাম কমার কারণ হিসেবে তিনি জানান, বাজারে সরবরাহ বাড়ার কারণেই মূলত দাম কমতির দিকে।
সবজি বিক্রেতা আরিফুল ইসলাম জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি সরবরাহ রয়েছ। দাম রয়েছে নাগালের মধ্যে। তবে অন্যান্য সবজির চেয়ে নতুন আলুর দাম কিছুটা বেশি।
বাজার করতে আসা রফিকুল ইসলাম জানান, বাজারে কাঁচা সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাবু ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সময় বাজারে পর্যাপ্ত পরিমাণে টমেটোর সরবরাহ থাকে। দামও থাকে নাগালে। কিন্তু টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে বাজার করতে এসে নতুন আলু দেখে কিনতে চাই, কিন্তু দামের কারণে কিনতে পারিনি। আজ নতুন আলুর দাম কমেছে অর্ধেক। হাফ কেজি নিয়েছি।’ ব্যবসায়ীরা সিন্ডিকেট না করলে সব ধরনের সবজি ৩০ টাকার নিচে পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
বাজার করতে আসা জুলেখা বিবি জানান, দুই দিন আগেও তিনি বাজারে এসে নতুন আলু ১৪০ টাকা কেজি দরে কিনেছিলেন। এখন সেই আলু নিলেন ৮০ টাকা কেজিতে। দুই দিনের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৬০ টাকা। তিনি আশা করছেন, বাজার সুষ্ঠুভাবে তদারক করলে প্রতিটি পণ্যই কম দামে কিনতে পারবেন। এর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। দুই দিন আগেও প্রতি কেজি আলু ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে আলুর সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। এদিকে দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হিলি বাজারে প্রতিটি সবজির দোকানে অন্যান্য সবজির সঙ্গে দেখা মিলছে নতুন আলু। আলুর দাম বেশি হলেও ক্রেতারা নতুন আলুর স্বাদ নিতে কমবেশি কিনছেন।
এই বিক্রেতা বলেন, ‘দুই দিন আগেও প্রতি কেজি নতুন আলু বিক্রি করেছি ১৪০ থেকে ১৫০ টাকায়। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলুর দাম দিনে দিনে কমছে।’ দাম কমার কারণ হিসেবে তিনি জানান, বাজারে সরবরাহ বাড়ার কারণেই মূলত দাম কমতির দিকে।
সবজি বিক্রেতা আরিফুল ইসলাম জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি সরবরাহ রয়েছ। দাম রয়েছে নাগালের মধ্যে। তবে অন্যান্য সবজির চেয়ে নতুন আলুর দাম কিছুটা বেশি।
বাজার করতে আসা রফিকুল ইসলাম জানান, বাজারে কাঁচা সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাবু ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সময় বাজারে পর্যাপ্ত পরিমাণে টমেটোর সরবরাহ থাকে। দামও থাকে নাগালে। কিন্তু টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে বাজার করতে এসে নতুন আলু দেখে কিনতে চাই, কিন্তু দামের কারণে কিনতে পারিনি। আজ নতুন আলুর দাম কমেছে অর্ধেক। হাফ কেজি নিয়েছি।’ ব্যবসায়ীরা সিন্ডিকেট না করলে সব ধরনের সবজি ৩০ টাকার নিচে পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
বাজার করতে আসা জুলেখা বিবি জানান, দুই দিন আগেও তিনি বাজারে এসে নতুন আলু ১৪০ টাকা কেজি দরে কিনেছিলেন। এখন সেই আলু নিলেন ৮০ টাকা কেজিতে। দুই দিনের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৬০ টাকা। তিনি আশা করছেন, বাজার সুষ্ঠুভাবে তদারক করলে প্রতিটি পণ্যই কম দামে কিনতে পারবেন। এর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে