প্রতারণার চেষ্টায় ৬ নারীকে থানায় দিল এলাকাবাসী, গ্রেপ্তার দেখানো হলো নাশকতা পরিকল্পনা মামলায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৩: ৪৪
জামালপুরের ইসলামপুর থানা থেকে ছয়জন নারীকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।

কারাগারে পাঠানো নারীরা হলেন নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া হাড়গিলা গ্রামের মোছা. বানেছা বেগম (২৫), পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের মোছা. সাদিয়া (১৮), মোছা. হাফিজা বেগম (২৫), মোছা. রনিকা আক্তার (২৫), মোছা. লাইলী বেগম (৩৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার পিয়ারপুর তারাপুর গ্রামের বৃষ্টি আক্তার (২০)।

গত বুধবার দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে স্থানীয়রা ছয় নারীকে আটক করে ইসলামপুর থানা-পুলিশে সোপর্দ করেন। পরে ছয় নারীসহ আটজনের নামে নাশকতার পরিকল্পনা অভিযোগে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় উপজেলার টনকী গ্রামের রবিউল ইসলাম (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জুনাইল গ্রামের মোছা. মনি (৩০) ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় নারীকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করা হয়। এ সময় ছয় নারীর জামিন আবেদন নামঞ্জুর করে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ছয়জন নারী ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নামে সদস্য সংগ্রহ করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল পরিবেশ এবং সরকার পতনসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক গোপন কর্মকাণ্ড করছিলেন। এ ছাড়া বাংলাদেশকে অশান্ত করার জন্য টাকা পয়সার প্রলোভনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে ফরম পূরণের মাধ্যমে বিভিন্ন নারী-পুরুষকে সদস্য করছিলেন। আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য সংগ্রহ করা সদস্যদের উপস্থিত করার জন্য পরিকল্পনা করে যাচ্ছিলেন। এ নিয়ে নোয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দাদের সন্দেহ হলে তাঁদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার নারীরা জিজ্ঞাসাবাদে থানা-পুলিশকে দুজনের নাম জানিয়েছেন। তারা হলেন মেলান্দহের টনকী গ্রামের রবিউল ইসলাম এবং পাকুন্দিয়ার জুনাইল গ্রামের মোছা. মনি (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া নারীরা নোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিদেশে পাচার করা কোটি কোটি টাকা ফেরত এনে সদস্যের ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে নোয়ারপাড়া ইউপি কার্যালয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে ইসলামপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় আনে।

থানায় পুলিশি হেফাজতে থাকার সময় মোছা. সাদিয়া, মোছা. হাফিজা বেগম ও মোছা. রনিকা আক্তার বলেন, আমরা প্রতারণার শিকার। মাসিক বেতনে চাকরি দেওয়ার নামে একটি চক্র আমাদেরকে ব্যবহার করেছে।

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান বলেন, গ্রেপ্তার নারীরা ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিদেশে পাচার করা কোটি কোটি টাকা ফেরত এনে সদস্যের ১ লাখ থেকে ১ কোটি টাকার পর্যন্ত ঋণ দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে ইউপি কার্যালয়ে রাখে। পরে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপক চন্দ্র পাল বলেন, আটক ছয় নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তকাজ চলছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আটক নারীরা অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের মাধ্যমে সদস্য সংগ্রহ করে আসছিলেন। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ড করছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত