চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি, ধান খেতে মিলল শিশুর মরদেহ

নড়াইল প্রতিনিধি 
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৪: ২০
নিহত শিশু হামিদা খানম। ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম হামিদা খানম (৬)। সে ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এদিন সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেওয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধান খেতে হামিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।

হামিদার বাবা শাহানুর জানান, গত বুধবার রাতে কে বা কারা বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। বৃহস্পতিবার সকালে সেই চিরকুটটি তাঁরা পান। সেখানে সাহানুর শেখ ও তার ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধান খেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত