গাংনীতে সড়কে নছিমন উল্টে চালক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১১: ৩৭
মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে চালক আব্দুল আজিজ মোল্লা (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত নছিমন চালক আব্দুল আজিজ মোল্লা জেলার মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক রুবেল রানা। তিনি বলেন, শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে চালক আব্দুল আজিজ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, নছিমনচালক আব্দুল আজিজ টাইলস আনতে কুষ্টিয়া যাওয়ার সময় বামন্দী এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, আব্দুল আজিজ মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত