নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাগলা নৌ পুলিশের উপপরিদর্শক ইয়ার আলী। তিনি বলেন, ‘এই লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই। পুড়ে যাওয়া জাহাজটি নদীতে ডুবিয়ে রাখা হয়েছে।’
গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল নামে একজন। উদ্ধার করা দুইটি লাশের মধ্যে খোকন মিয়ার লাশ আগে উদ্ধার করা হলেও তার দেহ শনাক্ত করার মতো অবস্থা ছিল না।
শুক্রবার নতুন লাশ উদ্ধার হলে তার মুখ দেখে লাশটি ফখরুদ্দিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ফখরুউদ্দিনের লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। অপর লাশটি খোকন মিয়ার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও ডিএনএ পরীক্ষার পরে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদপ্তর ও মেঘনা ডিপোকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, কারও কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাগলা নৌ পুলিশের উপপরিদর্শক ইয়ার আলী। তিনি বলেন, ‘এই লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই। পুড়ে যাওয়া জাহাজটি নদীতে ডুবিয়ে রাখা হয়েছে।’
গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল নামে একজন। উদ্ধার করা দুইটি লাশের মধ্যে খোকন মিয়ার লাশ আগে উদ্ধার করা হলেও তার দেহ শনাক্ত করার মতো অবস্থা ছিল না।
শুক্রবার নতুন লাশ উদ্ধার হলে তার মুখ দেখে লাশটি ফখরুদ্দিনের বলে নিশ্চিত হয় তার পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ফখরুউদ্দিনের লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। অপর লাশটি খোকন মিয়ার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও ডিএনএ পরীক্ষার পরে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদপ্তর ও মেঘনা ডিপোকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, কারও কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২১ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে