অনলাইন ডেস্ক
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
কোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৫ ঘণ্টা আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৪ দিন আগেপরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তাঁর বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি-আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। ২০২১ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তাঁর শাসনকে দুর্বল করে দেয়, পাশাপাশি
৮ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় মোটামুটি সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। বাদ যায়নি তাঁর প্রতিবেশী দেশগুলো। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই জয়ের বড় প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোয়।
১০ দিন আগে