অরণ্য সৌরভ
২০২০ সালের জুন মাস। করোনা মহামারিতে ঘরবন্দী জীবন সবার। সে সময়টাকে কাজে লাগিয়ে অনেকে উদ্যোক্তা বনে গেলেও তাঁর শুরুটা ঠিক সে কারণে নয়। কন্যাসন্তান জন্ম নেওয়ায় কাছের লোকজনের কটু কথা শুনতে হয় তাঁকে। নিকটাত্মীয়স্বজন থেকে শুরু করে আশপাশের মানুষের আচরণে বেদনায় ভারাক্রান্ত হতে থাকেন আফসানা মিমি। একুশ শতকে এসে নিজের সঙ্গে হয়ে যাওয়া এমন ঘটনা মেনে নিতে পারেননি তিনি।
ফলে মাত্র ২ মাস ১৫ দিনের শিশু কোলে নিয়ে জেদ ও প্রত্যাখ্যানের জুতসই উত্তর দেওয়ার জন্য সন্তানের নামে শুরু করেন নিজের প্রতিষ্ঠান ‘আরা’। এ কাজে তাঁকে পুঁজি দিয়ে সহযোগিতা করেছেন তাঁর মা। বেসরকারি চাকরিজীবী বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে আফসানা মিমি বড়। জন্ম বরিশালে হলেও মাত্র আড়াই বছর বয়স থেকে ঢাকার বাসিন্দা। সে সুবাদে ঢাকা থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তরে পড়ছেন তিনি।
‘আরা’ মূলত শিশুদের পোশাক তৈরি করে থাকে। নবজাতক থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের সব ধরনের কাস্টমাইজড পোশাক পাওয়া যায় এখানে। কাপড় কেনা, বাছাই করা থেকে শুরু করে পোশাকগুলো নিজেই ডিজাইন এবং তৈরি করেন আফসানা মিমি। এই পরিশ্রমের ফলে উদ্যোগের চার মাসে লাখ টাকা বিক্রি করতে সক্ষম হয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘এখন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বিক্রি করতে পারি।’ জানান আফসানা মিমি।
মাধ্যমিক পরীক্ষার পর মায়ের উদ্যোগে সেলাই শেখেন আফসানা। ভালো ফলের জন্য তাঁর মা একটি সেলাই মেশিন উপহার দিয়েছিলেন তাঁকে। তখন থেকে নিজেদের, বাড়ির ছোটদের, পুতুলের জন্য টুকটাক জামা বানাতেন, পেতেন প্রশংসা। এই কাজ যে জীবনে কাজে লেগে যাবে, সেটা কখনো ভাবেননি আফসানা মিমি। তিনি বলেন, ‘আমার সন্তানের জন্য জামা তৈরি করে সেগুলো ফেসবুকে আপলোড করতাম। অনেক আপুই জিজ্ঞেস করত, ড্রেসগুলো বেশ সুন্দর, বাবুর ড্রেস কোথা থেকে নিয়েছি?’ সে থেকে শিশুদের পোশাক নিয়ে কাজ করার আইডিয়া মাথায় আসে তাঁর। শুরু করেন মায়ের উপহার দেওয়া সেলাই মেশিন দিয়ে।
উদ্যোগ নিয়ে স্বপ্নের কথা জানান আফসানা মিমি। তিনি বলেন, ‘আমার স্বপ্ন নিজের একটা শোরুম ও কারখানা করা, যেখানে অবহেলিত কিন্তু
আত্মসম্মানসম্পন্ন নারীদের উপার্জনক্ষম হওয়ার সুযোগ করে দিতে পারব। যেন কোনো নারীকে নিজের এবং তাঁর সন্তানের ভরণপোষণের আশায় মুখ বুজে কোনো বৈষম্যের শিকার হতে
না হয়।’
২০২০ সালের জুন মাস। করোনা মহামারিতে ঘরবন্দী জীবন সবার। সে সময়টাকে কাজে লাগিয়ে অনেকে উদ্যোক্তা বনে গেলেও তাঁর শুরুটা ঠিক সে কারণে নয়। কন্যাসন্তান জন্ম নেওয়ায় কাছের লোকজনের কটু কথা শুনতে হয় তাঁকে। নিকটাত্মীয়স্বজন থেকে শুরু করে আশপাশের মানুষের আচরণে বেদনায় ভারাক্রান্ত হতে থাকেন আফসানা মিমি। একুশ শতকে এসে নিজের সঙ্গে হয়ে যাওয়া এমন ঘটনা মেনে নিতে পারেননি তিনি।
ফলে মাত্র ২ মাস ১৫ দিনের শিশু কোলে নিয়ে জেদ ও প্রত্যাখ্যানের জুতসই উত্তর দেওয়ার জন্য সন্তানের নামে শুরু করেন নিজের প্রতিষ্ঠান ‘আরা’। এ কাজে তাঁকে পুঁজি দিয়ে সহযোগিতা করেছেন তাঁর মা। বেসরকারি চাকরিজীবী বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে আফসানা মিমি বড়। জন্ম বরিশালে হলেও মাত্র আড়াই বছর বয়স থেকে ঢাকার বাসিন্দা। সে সুবাদে ঢাকা থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তরে পড়ছেন তিনি।
‘আরা’ মূলত শিশুদের পোশাক তৈরি করে থাকে। নবজাতক থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের সব ধরনের কাস্টমাইজড পোশাক পাওয়া যায় এখানে। কাপড় কেনা, বাছাই করা থেকে শুরু করে পোশাকগুলো নিজেই ডিজাইন এবং তৈরি করেন আফসানা মিমি। এই পরিশ্রমের ফলে উদ্যোগের চার মাসে লাখ টাকা বিক্রি করতে সক্ষম হয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘এখন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বিক্রি করতে পারি।’ জানান আফসানা মিমি।
মাধ্যমিক পরীক্ষার পর মায়ের উদ্যোগে সেলাই শেখেন আফসানা। ভালো ফলের জন্য তাঁর মা একটি সেলাই মেশিন উপহার দিয়েছিলেন তাঁকে। তখন থেকে নিজেদের, বাড়ির ছোটদের, পুতুলের জন্য টুকটাক জামা বানাতেন, পেতেন প্রশংসা। এই কাজ যে জীবনে কাজে লেগে যাবে, সেটা কখনো ভাবেননি আফসানা মিমি। তিনি বলেন, ‘আমার সন্তানের জন্য জামা তৈরি করে সেগুলো ফেসবুকে আপলোড করতাম। অনেক আপুই জিজ্ঞেস করত, ড্রেসগুলো বেশ সুন্দর, বাবুর ড্রেস কোথা থেকে নিয়েছি?’ সে থেকে শিশুদের পোশাক নিয়ে কাজ করার আইডিয়া মাথায় আসে তাঁর। শুরু করেন মায়ের উপহার দেওয়া সেলাই মেশিন দিয়ে।
উদ্যোগ নিয়ে স্বপ্নের কথা জানান আফসানা মিমি। তিনি বলেন, ‘আমার স্বপ্ন নিজের একটা শোরুম ও কারখানা করা, যেখানে অবহেলিত কিন্তু
আত্মসম্মানসম্পন্ন নারীদের উপার্জনক্ষম হওয়ার সুযোগ করে দিতে পারব। যেন কোনো নারীকে নিজের এবং তাঁর সন্তানের ভরণপোষণের আশায় মুখ বুজে কোনো বৈষম্যের শিকার হতে
না হয়।’
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
২ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
২ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
২ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
২ দিন আগে