অনলাইন ডেস্ক
পাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি, মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
পেনসিলভানিয়ার এক পাঠাগারের এই বই ফেরত দেওয়ার সময় ছিল ৫১ বছর আগে। সেটাই সম্প্রতি ফেরত দিয়েছেন বইটি নেওয়া লাইব্রেরির সেই সদস্য।
জেরি ক্র্যামারের সম্পাদনা করা ‘লম্বার্ডি: উইনিং ইজ দ্য অনলি থিং’ নামের বইটি ফেরত দেওয়ার কথা ছিল ১৯৭৩ সালের ২৬ জুলাই। আর টাইটাসভেলের বেনসন মেমোরিয়াল লাইব্রেরি এটা ফেরত পেল ২০২৪ সালের শেষ দিকে এসে।
‘আমরা ২০২১ সালে জরিমানা মুক্ত করে দিয়েছি। কিন্তু জরিমানা কত হবে তা গুনে এমনকি সুদ যোগ করে অর্থসহ বইটি লাইব্রেরিতে ফিরিয়ে দিয়েছেন তিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ।
পাঠাগারটির নির্বাহী পরিচালক জেসিকা হিলবার্ন জানান, বইটি পাঠকেরা পড়ার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তার বদলে এটি প্রদর্শনের জন্য পাঠাগারটির অফিসরুমে সংরক্ষণ করা হবে।
এরি টাইমস নিউজকে বইটি ফেরত দেওয়া ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘লাইব্রেরির প্রতি তাঁর এই ভালোবাসা সত্যি দারুণ। এমনকি তিনি শেষবার তাঁর শেষ বইটি নেওয়ার ৫১ বছর পরেও লাইব্রেরির কথা মনে রেখেছেন এবং আমরা যে পরিষেবাগুলি দিই, তার প্রশংসা করেছেন।’
পাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি, মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
পেনসিলভানিয়ার এক পাঠাগারের এই বই ফেরত দেওয়ার সময় ছিল ৫১ বছর আগে। সেটাই সম্প্রতি ফেরত দিয়েছেন বইটি নেওয়া লাইব্রেরির সেই সদস্য।
জেরি ক্র্যামারের সম্পাদনা করা ‘লম্বার্ডি: উইনিং ইজ দ্য অনলি থিং’ নামের বইটি ফেরত দেওয়ার কথা ছিল ১৯৭৩ সালের ২৬ জুলাই। আর টাইটাসভেলের বেনসন মেমোরিয়াল লাইব্রেরি এটা ফেরত পেল ২০২৪ সালের শেষ দিকে এসে।
‘আমরা ২০২১ সালে জরিমানা মুক্ত করে দিয়েছি। কিন্তু জরিমানা কত হবে তা গুনে এমনকি সুদ যোগ করে অর্থসহ বইটি লাইব্রেরিতে ফিরিয়ে দিয়েছেন তিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ।
পাঠাগারটির নির্বাহী পরিচালক জেসিকা হিলবার্ন জানান, বইটি পাঠকেরা পড়ার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তার বদলে এটি প্রদর্শনের জন্য পাঠাগারটির অফিসরুমে সংরক্ষণ করা হবে।
এরি টাইমস নিউজকে বইটি ফেরত দেওয়া ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘লাইব্রেরির প্রতি তাঁর এই ভালোবাসা সত্যি দারুণ। এমনকি তিনি শেষবার তাঁর শেষ বইটি নেওয়ার ৫১ বছর পরেও লাইব্রেরির কথা মনে রেখেছেন এবং আমরা যে পরিষেবাগুলি দিই, তার প্রশংসা করেছেন।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৫ দিন আগে