প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের অগমেন্টেড রিয়েলিটি (এআর) লেন্সের সুবিধা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ভাইবার।এ জন্য তারা স্ন্যাপ ইনকর্পোরেটেডের সঙ্গে একত্রে মাঠে নেমেছে।বাংলাদেশে ভাইবার ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এই চাহিদার সঙ্গে তাল মেলাতে দেশের গ্রাহকদের জন্য নতুন লেন্স ফিচার আনতে যাচ্ছে ভাইবার।
ভাইবার একটি কলিং এবং ম্যাসেজিং অ্যাপ। অ্যাপটি ব্যক্তিপরিচয় বা অবস্থান নির্বিশেষে সকল ব্যবহারকারীর জন্য সৃজনশীল উপায়ে নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি করে দেয়। ভাইবারের প্রতিটি ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) দ্বারা সুরক্ষিত।
চ্যাট করার সময় ভাইবারের যেসব ভিডিও স্টিকার থাকে তাদেরকে ভাইবার লেন্স বলে। ক্যামেরা কিট, ক্রিয়েটিভ কিট এবং বিটমোজি’র মত স্ন্যাপের ডেভেলপার টুলগুলোর সাহায্যে ভাইবারের অ্যাপটি এআর লেন্সকে সমন্বিত করবে।বিভিন্ন অ্যানিমেল মাস্ক ও ভাইবার ক্যারেক্টার, আন্ডারওয়াটার লেন্স, সিলি ক্যাটসহ ৩০টি নতুন লেন্স নিয়ে আসতে যাচ্ছে ভাইবার। ভাইবারের পরিকল্পনা রয়েছে প্রতি মাসে ৫০ থেকে ৭০টি অতিরিক্ত লেন্স নিয়ে আসার। যার ফলে এ বছরের শেষে অন্তত ৩শ’টি লেন্স নিয়ে আসতে পারবে ভাইবার।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও সুযোগ থাকবে ভাইবারের মাধ্যমে নিজেদের লেন্স তৈরি করার। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন (ডব্লিউডব্লিউএফ), এফসি বার্সেলোনা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতো প্রতিষ্ঠানসমূহ ম্যাসেজিং অ্যাপ্লিকেশনে নিজেদের লেন্স চালু করবে। কাস্টোমাইজ এ লেন্সগুলো ব্যবহারকারীকে ভাইবার প্ল্যাটফর্মে তাদের পছন্দের ব্র্যান্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে।
ভাইবারের সঙ্গে স্ন্যাপের এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হতে যাচ্ছে। ভাইবার যেসব অঞ্চলের গ্রাহকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের কাছে এখন অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির পরিসীমা বিস্তৃত করছে ভাইবার।ভাইবার ব্যবহারকারীদের এআর প্রযুক্তির মাধ্যমে নিজেকে আকর্ষণীয় রূপে প্রকাশের সুযোগ তৈরি দিচ্ছে।
ভাইবার কর্তৃপক্ষ জানায়,ব্যবহারকারীদের হাতে স্ন্যাপ ক্যামেরা পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে তারা ব্যবহারকারীদের হাতে এআর-এর দুর্দান্ত ক্ষমতা তুলে দিতে চায়। বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত করতে চায় ভাইবার।
ব্যবহারকারীদের অগমেন্টেড রিয়েলিটি (এআর) লেন্সের সুবিধা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ভাইবার।এ জন্য তারা স্ন্যাপ ইনকর্পোরেটেডের সঙ্গে একত্রে মাঠে নেমেছে।বাংলাদেশে ভাইবার ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এই চাহিদার সঙ্গে তাল মেলাতে দেশের গ্রাহকদের জন্য নতুন লেন্স ফিচার আনতে যাচ্ছে ভাইবার।
ভাইবার একটি কলিং এবং ম্যাসেজিং অ্যাপ। অ্যাপটি ব্যক্তিপরিচয় বা অবস্থান নির্বিশেষে সকল ব্যবহারকারীর জন্য সৃজনশীল উপায়ে নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি করে দেয়। ভাইবারের প্রতিটি ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) দ্বারা সুরক্ষিত।
চ্যাট করার সময় ভাইবারের যেসব ভিডিও স্টিকার থাকে তাদেরকে ভাইবার লেন্স বলে। ক্যামেরা কিট, ক্রিয়েটিভ কিট এবং বিটমোজি’র মত স্ন্যাপের ডেভেলপার টুলগুলোর সাহায্যে ভাইবারের অ্যাপটি এআর লেন্সকে সমন্বিত করবে।বিভিন্ন অ্যানিমেল মাস্ক ও ভাইবার ক্যারেক্টার, আন্ডারওয়াটার লেন্স, সিলি ক্যাটসহ ৩০টি নতুন লেন্স নিয়ে আসতে যাচ্ছে ভাইবার। ভাইবারের পরিকল্পনা রয়েছে প্রতি মাসে ৫০ থেকে ৭০টি অতিরিক্ত লেন্স নিয়ে আসার। যার ফলে এ বছরের শেষে অন্তত ৩শ’টি লেন্স নিয়ে আসতে পারবে ভাইবার।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও সুযোগ থাকবে ভাইবারের মাধ্যমে নিজেদের লেন্স তৈরি করার। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন (ডব্লিউডব্লিউএফ), এফসি বার্সেলোনা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতো প্রতিষ্ঠানসমূহ ম্যাসেজিং অ্যাপ্লিকেশনে নিজেদের লেন্স চালু করবে। কাস্টোমাইজ এ লেন্সগুলো ব্যবহারকারীকে ভাইবার প্ল্যাটফর্মে তাদের পছন্দের ব্র্যান্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে।
ভাইবারের সঙ্গে স্ন্যাপের এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হতে যাচ্ছে। ভাইবার যেসব অঞ্চলের গ্রাহকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের কাছে এখন অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির পরিসীমা বিস্তৃত করছে ভাইবার।ভাইবার ব্যবহারকারীদের এআর প্রযুক্তির মাধ্যমে নিজেকে আকর্ষণীয় রূপে প্রকাশের সুযোগ তৈরি দিচ্ছে।
ভাইবার কর্তৃপক্ষ জানায়,ব্যবহারকারীদের হাতে স্ন্যাপ ক্যামেরা পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে তারা ব্যবহারকারীদের হাতে এআর-এর দুর্দান্ত ক্ষমতা তুলে দিতে চায়। বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত করতে চায় ভাইবার।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
২ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৪ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৪ ঘণ্টা আগে