অনলাইন ডেস্ক
দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৩ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৪ ঘণ্টা আগেপ্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে