প্রযুক্তি ডেস্ক
খরচ কমাতে সম্প্রতি দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে আয় বাড়াতেও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে মেটা। গত মাসে অর্থের বিনিময়ে প্রোফাইলে ব্লু ব্যাজ দেওয়া ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনছে মেটা। পরিবর্তনের অংশ হিসেবে এবার ইনস্টাগ্রামের সার্চের ফলাফলেও দেখা যাবে বিজ্ঞাপন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে শিগগিরই এমন সব জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে যেখানে আগে দেখা ছিল না। মূলত প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার বিস্তৃতি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই কার্যক্রম পরিচালনা করছে মেটা। এই পরীক্ষার অংশ হিসেবেই ব্যবহারকারীর সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। উদাহরণস্বরূপ, কেউ যদি বাদ্যযন্ত্র লিখে সার্চ করে, তাহলে তাঁর সার্চের ফলাফলে বাদ্যযন্ত্রের বিজ্ঞাপনও দেখা যাবে। শিগগিরই সব দেশের ব্যবহারকারীরা সার্চের ফলাফলের বিজ্ঞাপন দেখতে পাবেন।
সম্প্রতি, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।
এর আগে, ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এই সুবিধা ব্যবহার করে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন কনটেন্ট নির্মাতারা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলস-সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে জরিপও করতে পারছেন। এসব তথ্য কনটেন্ট নির্মাতার ফলোয়ার ছাড়া আর কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের ‘পাবলিক অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরাও শুধু ফলোয়ারদের কাছে মেসেজ ও ছবি পাঠাতে পারছেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ভবিষ্যতে চ্যানেলস-সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ফলোয়ারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে।
খরচ কমাতে সম্প্রতি দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে আয় বাড়াতেও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে মেটা। গত মাসে অর্থের বিনিময়ে প্রোফাইলে ব্লু ব্যাজ দেওয়া ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনছে মেটা। পরিবর্তনের অংশ হিসেবে এবার ইনস্টাগ্রামের সার্চের ফলাফলেও দেখা যাবে বিজ্ঞাপন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে শিগগিরই এমন সব জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে যেখানে আগে দেখা ছিল না। মূলত প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার বিস্তৃতি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই কার্যক্রম পরিচালনা করছে মেটা। এই পরীক্ষার অংশ হিসেবেই ব্যবহারকারীর সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। উদাহরণস্বরূপ, কেউ যদি বাদ্যযন্ত্র লিখে সার্চ করে, তাহলে তাঁর সার্চের ফলাফলে বাদ্যযন্ত্রের বিজ্ঞাপনও দেখা যাবে। শিগগিরই সব দেশের ব্যবহারকারীরা সার্চের ফলাফলের বিজ্ঞাপন দেখতে পাবেন।
সম্প্রতি, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।
এর আগে, ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এই সুবিধা ব্যবহার করে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন কনটেন্ট নির্মাতারা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলস-সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে জরিপও করতে পারছেন। এসব তথ্য কনটেন্ট নির্মাতার ফলোয়ার ছাড়া আর কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের ‘পাবলিক অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরাও শুধু ফলোয়ারদের কাছে মেসেজ ও ছবি পাঠাতে পারছেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ভবিষ্যতে চ্যানেলস-সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ফলোয়ারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে।
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
৪ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৯ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৯ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১০ ঘণ্টা আগে