অনলাইন ডেস্ক
জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা। এক্সকে ‘টক্সিক প্ল্যাটফর্ম’ (বিষাক্ত প্ল্যাটফর্ম) হিসেবে আখ্যায়িত দিয়ে গার্ডিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কনটেন্ট’ দেখানো হয়।
এক্সে পোস্ট না করার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কনটেন্ট পোস্টের প্রবণতা রয়েছে। আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি মনে করে তাদের কনটেন্টগুলো অন্য কোথাও প্রকাশ পেলে তাদের সাংবাদিকতা আরও কার্যকর হবে।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ নেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে গার্ডিয়ানের।
এদিকে এক্স হ্যান্ডেল ‘@guardian’ এখনো সক্রিয় রয়েছে। তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে’ এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখার আহ্বান জানানো হয়েছে। এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রতিবেদন শেয়ার করতে পারবেন এবং কখনো কখনো লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কনটেন্ট এম্বেড করা যেতে পারে। তবে প্রতিবেদকেরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে গার্ডিয়ানের অনুসারী সংখ্যা ১ কোটি ৭ লাখ।
গার্ডিয়ানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বলেন, গার্ডিয়ান এই ঘোষণা ‘অপ্রাসঙ্গিক’ এবং এটি ‘জঘন্য প্রচারণার যন্ত্র’।
গত বছর অলাভজনক মার্কিন মিডিয়া সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ‘রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়া’ হিসেবে আখ্যায়িত করার পরে এক্স-এ পোস্ট করা বন্ধ করে দেয়। মার্কিন পাবলিক টিভি সম্প্রচারকারী পিবিএস–ও একই কারণে এক্সে পোস্ট করা বন্ধ করেছে।
চলতি মাসে এক্স ছেড়ে যাচ্ছে বলে ঘোষণা দেয় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। গত মাসে যুক্তরাজ্যের নর্থ ওয়েলস পুলিশ বাহিনী, এক্স ব্যবহার বন্ধ করে দেয়। বাহিনীটি বলে, এটি ‘আমাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়’।
গত আগস্টে প্ল্যাটফর্মটিতে ‘ঘৃণাত্নক বক্তৃতা এবং অপমানজনক মন্তব্যের পরিমাণ বেড়ে যাওয়ার’ কথা বলে যুক্তরাষ্ট্রের রয়্যাল ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতালও এক্স ছেড়ে যায়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলে
জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা। এক্সকে ‘টক্সিক প্ল্যাটফর্ম’ (বিষাক্ত প্ল্যাটফর্ম) হিসেবে আখ্যায়িত দিয়ে গার্ডিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কনটেন্ট’ দেখানো হয়।
এক্সে পোস্ট না করার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কনটেন্ট পোস্টের প্রবণতা রয়েছে। আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি মনে করে তাদের কনটেন্টগুলো অন্য কোথাও প্রকাশ পেলে তাদের সাংবাদিকতা আরও কার্যকর হবে।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ নেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে গার্ডিয়ানের।
এদিকে এক্স হ্যান্ডেল ‘@guardian’ এখনো সক্রিয় রয়েছে। তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে’ এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখার আহ্বান জানানো হয়েছে। এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রতিবেদন শেয়ার করতে পারবেন এবং কখনো কখনো লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কনটেন্ট এম্বেড করা যেতে পারে। তবে প্রতিবেদকেরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে গার্ডিয়ানের অনুসারী সংখ্যা ১ কোটি ৭ লাখ।
গার্ডিয়ানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বলেন, গার্ডিয়ান এই ঘোষণা ‘অপ্রাসঙ্গিক’ এবং এটি ‘জঘন্য প্রচারণার যন্ত্র’।
গত বছর অলাভজনক মার্কিন মিডিয়া সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ‘রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়া’ হিসেবে আখ্যায়িত করার পরে এক্স-এ পোস্ট করা বন্ধ করে দেয়। মার্কিন পাবলিক টিভি সম্প্রচারকারী পিবিএস–ও একই কারণে এক্সে পোস্ট করা বন্ধ করেছে।
চলতি মাসে এক্স ছেড়ে যাচ্ছে বলে ঘোষণা দেয় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। গত মাসে যুক্তরাজ্যের নর্থ ওয়েলস পুলিশ বাহিনী, এক্স ব্যবহার বন্ধ করে দেয়। বাহিনীটি বলে, এটি ‘আমাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়’।
গত আগস্টে প্ল্যাটফর্মটিতে ‘ঘৃণাত্নক বক্তৃতা এবং অপমানজনক মন্তব্যের পরিমাণ বেড়ে যাওয়ার’ কথা বলে যুক্তরাষ্ট্রের রয়্যাল ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতালও এক্স ছেড়ে যায়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলে
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
২ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৮ ঘণ্টা আগে