ষড়যন্ত্র তত্ত্বের প্ল্যাটফর্ম ‘ইনফোওয়ার্স’ কিনছে ব্যঙ্গ-বিদ্রুপের সাইট ‘দ্য অনিয়ন’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ২১: ৫৯
ইনফোওয়ার্সের প্রতিষ্ঠাতা অ্যালেক্স জোন্স। ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র তত্ত্ব ও ভুয়া তথ্য ছড়ানোর বিখ্যাত মার্কিন অনলাই প্ল্যাটফর্ম ‘ইনফোওয়ার্স’ কিনে নিচ্ছে ব্যঙ্গ-বিদ্রুপ ছড়ানোর জন্য সুখ্যাত ওয়েবসাইট ‘দ্য অনিয়ন’। বিষয়টি মজার হলেও সত্যি। বিভ্রান্তিকর তথ্যের জন্য ১৫০ কোটি টাকার মানহানির মামলায় হেরে যায় ওই প্ল্যাটফর্ম। ক্ষতিপূরণ দিতে না পেরে নিলামে ওঠে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘ইনফোওয়ার্স’ কিনে নেওয়ার কথা জানিয়েছে দ্য অনিয়ন।

ষড়যন্ত্র তত্ত্বের প্রচারক অ্যালেক্স জোন্স চালাতেন ‘ইনফোওয়ার্স’ নামের ওই সাইট। দেউলিয়ার হওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়ন বলছে, তারা এই সাইট কিনে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্যের স্রোত’ বন্ধ করে ‘কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্য’ প্রচার করবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কত টাকায় জোন্সের সাইট বিক্রি হল, তা জানা যায়নি। তবে এটি কেনার হিউস্টনের দেউলিয়া আদালতের অনুমোদন লাগবে। দ্য অনিয়ন জানিয়েছে, আদালতের সায় পেলে ২০২৪ সালের জানুয়ারি নাগাদ সাইটটি পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন দেউলিয়া আদালতের বিচারক ক্রিস্টোফার লোপেজ বলেছেন, ‘নিলামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। তবে নিলামে কে জিতল, তা নিয়ে আমি চিন্তিত নই। আমি চাই, প্রক্রিয়া বৈধ হবে।’

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনফোওয়ার্স ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য বেশ প্রসিদ্ধ। ২০০১ সালে ৯ সেপ্টেম্বর (৯/১১) টুইন টাওয়ারে হামলা ও ২০১২ সালের স্যান্ডি হুক বিদ্যালয়ের গুলিবর্ষণের ঘটনা সুপরিকল্পিত ও সাজানো ছিল বলে এই প্ল্যাটফর্ম দাবি করেছিল।

নিলামে ইনফোওয়ার্স কিনে নেওয়ার পর স্যান্ডি হুক হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার দ্য অনিয়নকে সমর্থন দিয়েছে। তারা বলছে, দ্য অনিয়নের অধীনে থাকলে ইনফোওয়ার্সের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বন্ধ হবে।

২০২২ সালে অ্যালেক্স জোন্স তার প্রতিষ্ঠানের জন্য দেউলিয়া সুরক্ষা চেয়ে আবেদন করেছিলেন। এ সময় স্যান্ডি হুক হামলার ঘটনায় নিহত ২০ জনের পরিবারে পক্ষ থেকে একটি মানহানির মামলা হয়। সেই মামলার অভিযোগে জোন্সকে ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। এই পরিস্থিতিতে জোন্স আর্থিক ক্ষতিপূরণ মেটাতে ইনফোওয়ার্স নিলামে বিক্রি করতে বাধ্য হন।

স্যান্ডি হুক হামলার ঘটনায় নিহত এক পরিবারের সদস্য রবি পার্কার বলেন, ‘কারো প্ল্যাটফর্ম থাকা মানে এমন নয় যে, তিনি দায়বদ্ধতার ঊর্ধ্বে। জোন্সের সম্পত্তি বিলুপ্তি ও ইনফোওয়ার্সের নিলামের মাধ্যমে ন্যায়বিচার হয়েছে।’

সাইট বিক্রি করে দিলেও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে প্রচার চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জোন্স। যদিও বেশিরভাগ মূলধারার সামাজিকমাধ্যম ও পডকাস্ট প্ল্যাটফর্ম— যেমন ইউটিউব, ফেসবুক, ও অ্যাপল পাঁচ বছর আগেই তাকে নিষিদ্ধ করেছে।

তবে ইলন মাস্কের মালিকানাধীন এক্স গত বছর আবার জোন্সকে তাঁর প্ল্যাটফর্মে ফিরে আসার অনুমতি দেয়।

কানেকটিকাট ও টেক্সাসের আদালতের রায় অনুসারে, জোন্স ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ স্যান্ডি হুক হামলার ঘটনায় নিহত পরিবারগুলোর মানহানি করেছেন। তিনি দেউলিয়া হলেও ক্ষতিপূরণের অর্থ পরিশোধে বাধ্য থাকবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত