অনলাইন ডেস্ক
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে