প্রতারণামূলক ফোনকল ও ক্ষতিকর অ্যাপ শনাক্তে গুগলের নতুন এআই টুল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৬: ২২
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক দুটি টুল উন্মোচন করেছে গুগল। টুলগুলো ব্যবহারকারীদের প্রতারণামূলক ফোনকল ও ক্ষতিকর অ্যাপ থেকে সুরক্ষা দেবে। গত বুধবার টুলগুলো উন্মোচন করে কোম্পানিটি।

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক দুটি টুল উন্মোচন করেছে গুগল। টুলগুলো ব্যবহারকারীদের প্রতারণামূলক ফোনকল ও ক্ষতিকর অ্যাপ থেকে সুরক্ষা দেবে। গত বুধবার টুলগুলো উন্মোচন করে কোম্পানিটি।

গুগলের প্রথম টুলটি হলো–‘স্ক্যাম ডিটেকশন ইন ফোন বাই গুগল’। এটি ফোনকলের কথোপকথনের ধরন বিশ্লেষণ করে কোন কলটি প্রতারণামূলক হতে পারে তা চিহ্নিত করে।

দ্বিতীয়টি হলো–‘গুগল প্লে প্রটেক্ট রিয়েল–টাইম অ্যালার্টস’। ডিভাইসে অ্যাপ ইনস্টল হওয়ার পর তার ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ পর্যবেক্ষণ করে ক্ষতিকর অ্যাপস শনাক্ত করতে সহায়তা করে এই টুল।

সুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন। ফোন কলভিত্তিক টুলগুলো ইংরেজি ভাষায় ফোন কলে প্রাথমিকভাবে কাজ করবে। গুগল প্লে প্রটেক্ট রিয়েল–টাইম অ্যালার্টস টুলটি যুক্তরাষ্ট্রের বাইরেও পাওয়া যাবে।

স্ক্যাম ডিটেকশন ফিচারটি সাধারণ কলার আইডি অ্যাপ এবং সেবাগুলো থেকে আলাদা। এগুলো ফোন নম্বর ব্যবহার করে শনাক্ত করতে চায় যে, কোন নম্বরটি প্রতারণামূলক হতে পারে। অপরদিকে প্রতারণামূলক কল চিহ্নিত করতে গুগলের নতুন টুলটি ডিভাইসে থাকা মেশিন লার্নিং মডেলগুলো ব্যবহার করবে। এটি কলের কথোপকথনের ধরনের বাস্তব সময়ের মধ্যে প্রক্রিয়াধীন করবে। যেমন: গুগলের পিক্সেল ৯ সিরিজে টুলটি জেমিনি এআই মডেল ব্যবহার করবে।

টুলটি কীভাবে কাজ করবে তা বোঝাতে একটি উদাহরণ দিয়েছে গুগল। কোম্পানিটি বলছে, যদি কেউ দাবি করে ব্যবহারকারীর ব্যাংক থেকে ফোন করছে এবং তাদের কোনো নিরাপত্তা ভঙ্গের কারণে অর্থ স্থানান্তর করতে বলছে, তখন অডিও ডেটা প্রসেসিং করবে গুগল। এরপর এআই ডেটাবেইস ব্যবহার করে চিহ্নিত করতে পারবে যে, এ রকম কথোপকথনের প্যাটার্ন আগে কখনো কোনো প্রতারণার জন্য ব্যবহার করা হয়েছিল কি না।

যখন এটি শনাক্ত করবে কোনো কল প্রতারণামূলক হতে পারে, তখন এআই মডেলটি অডিও এবং হ্যাপটিক (কম্পন) অ্যালার্ট দেবে এবং স্ক্রিনে একটি সতর্কতা দেখাবে। গুগল উল্লেখ করেছে, এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং ব্যবহারকারীরা এটি ফোন অ্যাপের সেটিংসে গিয়ে সব কলের জন্য চালু করতে পারবেন, অথবা কোনো নির্দিষ্ট কলের জন্য চালু করতে পারবেন। কোম্পানি দাবি করেছে যে, কলের কোনো অডিও বা ট্রান্সক্রিপশন ডিভাইসে সংরক্ষণ করা হবে না। এমনকি গুগল সার্ভার বা অন্য কোথাও পাঠানো হবে না এবং ফোনকল শেষ হওয়ার পর এটি পুনরুদ্ধার করা যাবে না।

দ্বিতীয় ফিচারটি গুগল প্লে প্রটেক্ট এর অংশ। এটি প্লে স্টোরে ক্ষতিকর এবং বিপজ্জনক অ্যাপস পর্যবেক্ষণ করে। এআইভিত্তিক ‘লাইভ থ্রেট প্রোটেকশন’ ফিচারটি ব্যবহার করে গুগলের এআই মডেলগুলো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে ইনস্টল করা অ্যাপস পর্যবেক্ষণ করবে। যদি কোনো অ্যাপ সন্দেহজনক আচরণ বা অন্য অ্যাপের সঙ্গে অপ্রয়োজনীয় মিথস্ক্রিয়া করে, তাহলে ডিভাইসে সতর্কতা অ্যালার্ট দেখাবে টুলটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা সচেতন হতে পারে।

গুগল দাবি করেছে, এই এআই টুলটি এমন অ্যাপসও শনাক্ত করতে পারবে, যেগুলো ইনস্টল করার পর কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে থাকে। এ ছাড়া যেহেতু টুলটি বাস্তব সময়ে ক্ষতিকর আচরণ শনাক্ত করতে পারবেন, এটি ব্যবহারকারীরা সময়মতো পদক্ষেপ নিতে সহায়তা করবে। ফলে ডেটা চুরি প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষভাবে প্রাথমিকভাবে টুলটি ‘স্টকারওয়্যার’ এবং এমন ‘ক্ষতিকর অ্যাপস’ শনাক্ত করার ওপর গুরুত্ব দেবে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা সংগ্রহ করে।

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত