অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের শেয়ারের দর সোমবার (১ এপ্রিল) ২৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত বছর ৫ কোটি ৮২ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর এই দরপতন হয়। এখন এই প্ল্যাটফর্মটিকে চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
গত সপ্তাহে শেয়ারবাজারে আসার পরই হইচই ফেলে দেয় ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বাজারমূল্য একলাফে ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির পণ্য বা সেবা বিক্রি ছিল মাত্র ৪১ লাখ ৩০ হাজার ডলারের।
বিভিন্ন কোম্পানির নিরীক্ষকেরা বলছে, যে পরিমাণ লোকসানের তথ্য কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে এটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে।
২০২৩ সালে ট্রাম্প মিডিয়ার নিট লোকসান ছিল ৫ কোটি ৮২ লাখ। ঋণের সুদ বাবদ ব্যয় বাদ দিয়ে কোম্পানি ১ কোটি ৬০ লাখ ডলারের পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। যেখানে ২০২২ সালে পরিচালন লোকসান ছিল ২ কোটি ৩২ লাখ।
ট্রাম্প মিডিয়াতে ট্রাম্পের বেশ বড় অংশীদারত্ব রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ফলে অতিরিক্ত শত কোটি ডলারের মালিক বনে যান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় যুক্ত হয়েছেন।
এখন শেয়ারদরের যে অবস্থা তাতে ট্রাম্প তাঁর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারবেন না। যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তাঁকে আইনি লড়াইয়ের পেছনে প্রচুর খরচ করতে হচ্ছে।
মর্নিংস্টারের গবেষণা বিভাগের ভাইস–প্রেসিডেন্ট জন রেকেনথালার সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্প মিডিয়া হলো ক্রিপ্টোকারেন্সির মতো। বিটকয়েনের মতো, লোকেরা ট্রাম্প মিডিয়াকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য নয়, বরং রাতারাতি টাকা বানানোর একটি অনুষঙ্গ হিসেবে দেখছে।
ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের শেয়ারের দর সোমবার (১ এপ্রিল) ২৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত বছর ৫ কোটি ৮২ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর এই দরপতন হয়। এখন এই প্ল্যাটফর্মটিকে চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
গত সপ্তাহে শেয়ারবাজারে আসার পরই হইচই ফেলে দেয় ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বাজারমূল্য একলাফে ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির পণ্য বা সেবা বিক্রি ছিল মাত্র ৪১ লাখ ৩০ হাজার ডলারের।
বিভিন্ন কোম্পানির নিরীক্ষকেরা বলছে, যে পরিমাণ লোকসানের তথ্য কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে এটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে।
২০২৩ সালে ট্রাম্প মিডিয়ার নিট লোকসান ছিল ৫ কোটি ৮২ লাখ। ঋণের সুদ বাবদ ব্যয় বাদ দিয়ে কোম্পানি ১ কোটি ৬০ লাখ ডলারের পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। যেখানে ২০২২ সালে পরিচালন লোকসান ছিল ২ কোটি ৩২ লাখ।
ট্রাম্প মিডিয়াতে ট্রাম্পের বেশ বড় অংশীদারত্ব রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ফলে অতিরিক্ত শত কোটি ডলারের মালিক বনে যান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় যুক্ত হয়েছেন।
এখন শেয়ারদরের যে অবস্থা তাতে ট্রাম্প তাঁর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারবেন না। যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তাঁকে আইনি লড়াইয়ের পেছনে প্রচুর খরচ করতে হচ্ছে।
মর্নিংস্টারের গবেষণা বিভাগের ভাইস–প্রেসিডেন্ট জন রেকেনথালার সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্প মিডিয়া হলো ক্রিপ্টোকারেন্সির মতো। বিটকয়েনের মতো, লোকেরা ট্রাম্প মিডিয়াকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য নয়, বরং রাতারাতি টাকা বানানোর একটি অনুষঙ্গ হিসেবে দেখছে।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৬ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২১ ঘণ্টা আগে