প্রযুক্তি ডেস্ক
যতই সাবধানতা অবলম্বন করা হোক না কেন, যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে কিছু লক্ষণ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন তথ্য দেখে খুব সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস থেকে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে। লগইন হিস্ট্রি দেখার জন্য ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে মেন্যু থেকে Settings and Privacy তে ক্লিক করুন। এবার Settings এ ক্লিক করে Security & Login এ গিয়ে Where You Logged In সেকশনটি দেখুন। সেখানে কোন ডিভাইস থেকে, কোন সময়ে, কোন স্থান থেকে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তার তালিকা দেখতে পাবেন। আপনি লগইন করেননি এমন ডিভাইস দেখলে আপনি নিশ্চিত হতে পারেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যেসব ডিভাইসে বর্তমানে অ্যাকাউন্টে লগইন করা আছে, সেসব ডিভাইসের পাশে Active Now লেখা থাকবে।
তালিকার প্রতিটি ডিভাইস ক্লিক করলে থ্রি-ডট মেন্যু থেকে আপনি অপরিচিত ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করে ফেলতে পারেন। এ ছাড়া একবারে সকল ডিভাইস থেকে লগ আউট করতে 'Log Out Of All Sessions' ক্লিকের সুযোগও রয়েছে।
থার্ড পার্টি টুল ব্যবহার করেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানতে পারেন। এমনই একটি সাইট 'Have I Been Pwned'। এই সাইটে প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইল ঠিকানা দিয়ে 'pwned? ' বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য।
চুপিচুপি ব্যবহার ছাড়াও অনেক সময় হ্যাকার কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ইমেইল ঠিকানা বা ফোন নম্বর বদলে দিতে পারে। এ ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস থেকে এই তথ্যগুলোও যাচাই করা যাবে। হ্যাকার পাসওয়ার্ড বদলে দিলে এবং নিজে অ্যাকাউন্টে লগইন করতে না পারলে বন্ধুদের কাছ থেকে জানতে পারেন আপনার ফেসবুক টাইমলাইনে কোনো অস্বাভাবিক পোস্ট করা হচ্ছে কিনা। কাউকে ম্যাসেজ পাঠানো হচ্ছে কিনা সে খোঁজও নিতে পারেন বন্ধুদের মাধ্যমে।
যতই সাবধানতা অবলম্বন করা হোক না কেন, যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে কিছু লক্ষণ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন তথ্য দেখে খুব সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস থেকে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে। লগইন হিস্ট্রি দেখার জন্য ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে মেন্যু থেকে Settings and Privacy তে ক্লিক করুন। এবার Settings এ ক্লিক করে Security & Login এ গিয়ে Where You Logged In সেকশনটি দেখুন। সেখানে কোন ডিভাইস থেকে, কোন সময়ে, কোন স্থান থেকে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তার তালিকা দেখতে পাবেন। আপনি লগইন করেননি এমন ডিভাইস দেখলে আপনি নিশ্চিত হতে পারেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যেসব ডিভাইসে বর্তমানে অ্যাকাউন্টে লগইন করা আছে, সেসব ডিভাইসের পাশে Active Now লেখা থাকবে।
তালিকার প্রতিটি ডিভাইস ক্লিক করলে থ্রি-ডট মেন্যু থেকে আপনি অপরিচিত ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করে ফেলতে পারেন। এ ছাড়া একবারে সকল ডিভাইস থেকে লগ আউট করতে 'Log Out Of All Sessions' ক্লিকের সুযোগও রয়েছে।
থার্ড পার্টি টুল ব্যবহার করেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানতে পারেন। এমনই একটি সাইট 'Have I Been Pwned'। এই সাইটে প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইল ঠিকানা দিয়ে 'pwned? ' বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য।
চুপিচুপি ব্যবহার ছাড়াও অনেক সময় হ্যাকার কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ইমেইল ঠিকানা বা ফোন নম্বর বদলে দিতে পারে। এ ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস থেকে এই তথ্যগুলোও যাচাই করা যাবে। হ্যাকার পাসওয়ার্ড বদলে দিলে এবং নিজে অ্যাকাউন্টে লগইন করতে না পারলে বন্ধুদের কাছ থেকে জানতে পারেন আপনার ফেসবুক টাইমলাইনে কোনো অস্বাভাবিক পোস্ট করা হচ্ছে কিনা। কাউকে ম্যাসেজ পাঠানো হচ্ছে কিনা সে খোঁজও নিতে পারেন বন্ধুদের মাধ্যমে।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
১ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
২ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৩ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৪ ঘণ্টা আগে