অনলাইন ডেস্ক
বিশ্বে বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। করোনাভাইরাসের বিরুদ্ধে এই ধাতব পদার্থটিকেই মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে লাতিন আমেরিকার দেশটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে, জীবাণুনাশক হিসেবে তামা ব্যবহার করছে চিলি। বিশেষ করে শপিংমলগুলোতে কপার ন্যানোপার্টিক্যালে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া এরই মধ্যে কপার আয়ন থ্রেড (তামাযুক্ত বিশেষ সুতা) উদ্ভাবন করেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান। মাস্ক থেকে শুরু করে সোফা বা গাড়ির আসনের কভার তৈরিতে ব্যবহার করা হচ্ছে এই সুতার কাপড়।
একাধিক গবেষণায় দেখা গেছে, তামার রয়েছে শক্তিশালী অণুজীব বিধ্বংসী ক্ষমতা। এই ধাতু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো জীবাণুকে দ্রুত ধ্বংস করতে পারে।
গবেষণায় দেখা গেছে, সার্স–কোভ-২ ভাইরাস কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের পৃষ্ঠে ২৪ ঘণ্টা আর প্লাস্টিক এবং লোহার জিনিসের গায়ে দুই থেকে তিন দিন বেঁচে থাকতে পারে।
করোনাভাইরাস দরজার হাতল, প্লাস্টিক ও লেমিনেটেড ওয়ার্কটপ ও কঠিন বস্তুর ওপর দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে।
কিন্তু তামার কোনো জিনিসে চার ঘণ্টার মধ্যে মারা যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে এই গবেষণাটি করেছেন।
শুধু জীবাণুনাশকই নয় তামা দিয়ে তৈরি করা হচ্ছে সুতাও । দ্য কপার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এই সুতা তৈরি করছে। করোনা প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার এই সুতা দিয়ে তৈরি হচ্ছে মাস্ক,হাসপাতালের বেডশিট, তোয়ালের মতো নিত্যপ্রয়োজনীয় বস্তু।
কোম্পানিটি নিজেরাই গবেষণা করে তৈরি করেছে এই সুতাটি। এ নিয়ে দ্য কপার কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার রোচিও ক্যাসিস বলেন, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্নের গবেষণা বলছে, এই সুতার সংস্পর্শে এলে পাঁচ মিনিটের মধ্যে প্রায় ৮৫ শতাংশ করোনা ভাইরাস ধ্বংস হয়। দুই ঘণ্টা পর প্রায় ৯৫ শতাংশ ভাইরাস ধ্বংস করে এই তামার সুতা।
তবে করোনা বিরুদ্ধে লড়াইয়ে তামা কতটুক কার্যকর তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিসের নির্বাহী কর্মকর্তা উইলিয়াম শ্যাফনার। তিনি বলেন, এটি নিয়ে বলার আগে আমাদের আরও গবেষণা প্রয়োজন। তবে আইডিয়াটা চমৎকার!
বিশ্বে বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। করোনাভাইরাসের বিরুদ্ধে এই ধাতব পদার্থটিকেই মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে লাতিন আমেরিকার দেশটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে, জীবাণুনাশক হিসেবে তামা ব্যবহার করছে চিলি। বিশেষ করে শপিংমলগুলোতে কপার ন্যানোপার্টিক্যালে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া এরই মধ্যে কপার আয়ন থ্রেড (তামাযুক্ত বিশেষ সুতা) উদ্ভাবন করেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান। মাস্ক থেকে শুরু করে সোফা বা গাড়ির আসনের কভার তৈরিতে ব্যবহার করা হচ্ছে এই সুতার কাপড়।
একাধিক গবেষণায় দেখা গেছে, তামার রয়েছে শক্তিশালী অণুজীব বিধ্বংসী ক্ষমতা। এই ধাতু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো জীবাণুকে দ্রুত ধ্বংস করতে পারে।
গবেষণায় দেখা গেছে, সার্স–কোভ-২ ভাইরাস কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের পৃষ্ঠে ২৪ ঘণ্টা আর প্লাস্টিক এবং লোহার জিনিসের গায়ে দুই থেকে তিন দিন বেঁচে থাকতে পারে।
করোনাভাইরাস দরজার হাতল, প্লাস্টিক ও লেমিনেটেড ওয়ার্কটপ ও কঠিন বস্তুর ওপর দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে।
কিন্তু তামার কোনো জিনিসে চার ঘণ্টার মধ্যে মারা যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে এই গবেষণাটি করেছেন।
শুধু জীবাণুনাশকই নয় তামা দিয়ে তৈরি করা হচ্ছে সুতাও । দ্য কপার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এই সুতা তৈরি করছে। করোনা প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার এই সুতা দিয়ে তৈরি হচ্ছে মাস্ক,হাসপাতালের বেডশিট, তোয়ালের মতো নিত্যপ্রয়োজনীয় বস্তু।
কোম্পানিটি নিজেরাই গবেষণা করে তৈরি করেছে এই সুতাটি। এ নিয়ে দ্য কপার কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার রোচিও ক্যাসিস বলেন, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্নের গবেষণা বলছে, এই সুতার সংস্পর্শে এলে পাঁচ মিনিটের মধ্যে প্রায় ৮৫ শতাংশ করোনা ভাইরাস ধ্বংস হয়। দুই ঘণ্টা পর প্রায় ৯৫ শতাংশ ভাইরাস ধ্বংস করে এই তামার সুতা।
তবে করোনা বিরুদ্ধে লড়াইয়ে তামা কতটুক কার্যকর তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিসের নির্বাহী কর্মকর্তা উইলিয়াম শ্যাফনার। তিনি বলেন, এটি নিয়ে বলার আগে আমাদের আরও গবেষণা প্রয়োজন। তবে আইডিয়াটা চমৎকার!
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৬ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে