অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে