প্রযুক্তি ডেস্ক
যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।
যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
২ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
৩ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৫ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৫ ঘণ্টা আগে