অনলাইন ডেস্ক
তৃতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আইফোন নির্মাতা অ্যাপলের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৮ হাজার ১৮০ কোটি ডলারে নেমেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণীতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
রাজস্ব আয় কমার খবরের মধ্যে ১ শতাংশ দরপতনের পর লেনদেন শেষে অ্যাপলের শেয়ার ১৮৯ দশমিক ২৮ ডলারে বিক্রি হচ্ছে।
তবে রাজস্ব আয় কমলেও কোম্পানির নিট মুনাফা বেড়েছে। তৃতীয় প্রান্তিক শেষে অ্যাপলের মুনাফা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯০ কোটি ডলারে ওঠেছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ শতাংশ বেড়ে ১ দশমিক ২৬ ডলার হয়েছে।
অ্যাপলের মোট রাজস্ব আয়ের অর্ধেক আয় আসে আইফোন বিক্রি। কিন্তু এই প্রান্তিকে অ্যাপলের আইফোনের বিক্রয় ২ দশমিক ৪ শতাংশ কমেছে।
এছাড়া চলতি বছরের এপ্রিল-জুন সময়ে গবেষণা ও উন্নয়ন খাতে অ্যাপলের মোট ব্যয় হয়েছে ২ হাজার ২৬১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১২ কোটি ডলার বেশি।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক রয়টার্সকে বলেন, বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়নে অনেক খরচ হয়েছে, যার ফলে মোট ব্যয় বেড়ে গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা বহু বছর ধরে জেনারেটিভ এআইসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছি। এই খাতে আমরা বিনিয়োগ ও উদ্ভাবন চালিয়ে যাব এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করতে এসব প্রযুক্তির সাহায্যে পণ্যের উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।’
অ্যাপলের পণ্যগুলিতে নতুন বৈশিষ্ট্য হিসাবে যুক্ত হবে এআই। এই প্রযুক্তি দিয়ে আইফোনে রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে ভয়েস মেইল বার্তাকে লেখায় রূপান্তরিত কপি করা যাবে। এই শরতেই সেবাটি চালু হবে।
রয়টার্সকে কুক আরো বলেন, চীনে আইফোন বিক্রির হার বেড়েছে। অন্যান্য পরিষেবার বিক্রিও বেড়েছে।
এই প্রান্তিকে বৃহত্তর চীন অঞ্চলে অ্যাপলের পণ্য বিক্রি হয়েছে ১ হাজার ৫৭৬ কোটি ডলারের, যা গত বছরের এই সময়ে ছিল ১ হাজার ৪৬০ কোটি ডলার। অর্থাৎ প্রায় আট শতাংশ বেড়েছে। আর অ্যাপলের পরিষেবা থেকে মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি ডলারে।
অ্যাপলের প্ল্যাটফর্মে একশ কোটি গ্রাহক আছে। এর মধ্যে অ্যাপল পরিষেবা ও তৃতীয় পক্ষের অ্যাপ উভয়ই রয়েছে। এই সংখ্যা গত বছর ৯৭ কোটি ৫০ লাখ ছিল।
তৃতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আইফোন নির্মাতা অ্যাপলের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৮ হাজার ১৮০ কোটি ডলারে নেমেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণীতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
রাজস্ব আয় কমার খবরের মধ্যে ১ শতাংশ দরপতনের পর লেনদেন শেষে অ্যাপলের শেয়ার ১৮৯ দশমিক ২৮ ডলারে বিক্রি হচ্ছে।
তবে রাজস্ব আয় কমলেও কোম্পানির নিট মুনাফা বেড়েছে। তৃতীয় প্রান্তিক শেষে অ্যাপলের মুনাফা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯০ কোটি ডলারে ওঠেছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ শতাংশ বেড়ে ১ দশমিক ২৬ ডলার হয়েছে।
অ্যাপলের মোট রাজস্ব আয়ের অর্ধেক আয় আসে আইফোন বিক্রি। কিন্তু এই প্রান্তিকে অ্যাপলের আইফোনের বিক্রয় ২ দশমিক ৪ শতাংশ কমেছে।
এছাড়া চলতি বছরের এপ্রিল-জুন সময়ে গবেষণা ও উন্নয়ন খাতে অ্যাপলের মোট ব্যয় হয়েছে ২ হাজার ২৬১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১২ কোটি ডলার বেশি।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক রয়টার্সকে বলেন, বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়নে অনেক খরচ হয়েছে, যার ফলে মোট ব্যয় বেড়ে গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা বহু বছর ধরে জেনারেটিভ এআইসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছি। এই খাতে আমরা বিনিয়োগ ও উদ্ভাবন চালিয়ে যাব এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করতে এসব প্রযুক্তির সাহায্যে পণ্যের উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।’
অ্যাপলের পণ্যগুলিতে নতুন বৈশিষ্ট্য হিসাবে যুক্ত হবে এআই। এই প্রযুক্তি দিয়ে আইফোনে রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে ভয়েস মেইল বার্তাকে লেখায় রূপান্তরিত কপি করা যাবে। এই শরতেই সেবাটি চালু হবে।
রয়টার্সকে কুক আরো বলেন, চীনে আইফোন বিক্রির হার বেড়েছে। অন্যান্য পরিষেবার বিক্রিও বেড়েছে।
এই প্রান্তিকে বৃহত্তর চীন অঞ্চলে অ্যাপলের পণ্য বিক্রি হয়েছে ১ হাজার ৫৭৬ কোটি ডলারের, যা গত বছরের এই সময়ে ছিল ১ হাজার ৪৬০ কোটি ডলার। অর্থাৎ প্রায় আট শতাংশ বেড়েছে। আর অ্যাপলের পরিষেবা থেকে মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি ডলারে।
অ্যাপলের প্ল্যাটফর্মে একশ কোটি গ্রাহক আছে। এর মধ্যে অ্যাপল পরিষেবা ও তৃতীয় পক্ষের অ্যাপ উভয়ই রয়েছে। এই সংখ্যা গত বছর ৯৭ কোটি ৫০ লাখ ছিল।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
৩ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
৩ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৫ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৬ ঘণ্টা আগে